Last Updated on August 16, 2021 12:07 AM by Khabar365Din
৩৬৫ দিন। নয়াদিল্লি। নিজের ইচ্ছেমতো মানুষ কাজ করবে। নাগরিকের জীবনে দখলদারি করবে না সরকার। পেগাসাস ইস্যুতে যেখানে সাধারণ মানুষের ব্যক্তি পরিসরের বুকে সরকারের বিরুদ্ধে আড়িপাতার অভিযোগ উঠেছে সেই সময় দাঁড়িয়ে এমন প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। ইজরায়েলের স্পাইওয়্যার পেগাসাস ব্যবহারে করে সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে বিরোধী দলের নেতা, নির্বাচন কমিশনার এবং সাংবাদিকদের ফোনে আড়িপাতার অভিযোগ অভিযোগ করে নরেন্দ্র মোদী যখন গোটা দেশের মানুষের কাছে কার্যত কোণঠাসা অবস্থায় পড়েছেন, সেই সময় দাঁড়িয়ে হঠাৎ করেই আজ 75 তম স্বাধীনতা দিবসের মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে পেগাসাস স্পাইওয়্যার এর নাম না করে কৈফিয়ৎ পেলেন দেশের মানুষের কাছে।
স্বাধীনতা দিবসের ভাষণেও তিনি বলেন, ১০০তম স্বাধীনতা দিবসে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়াই লক্ষ্য আমাদের। গ্রাম এবং শহরের মধ্যে কোনও তফাত থাকবে না। নিজের ইচ্ছেমতো মানুষ কাজ করবে। নাগরিকের জীবনে দখলদারি করবে না সরকার।
নেহরুর প্রশংসায় পঞ্চমুখ মোদি
অষ্টমবার লালকেল্লায় বক্তব্য রাখতে গিয়ে হঠাৎই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর প্রশংসা। একইসঙ্গে তাঁর মুখে উঠে এল সর্দার বল্লভভাই প্যাটেল, আম্বেদকরের কথা। দেশের পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে কাশ্মীর সীমান্তে পাখি জঙ্গিদের অনুপ্রবেশ অথবা জঙ্গি হানার জন্য যেখানে প্রতি পদে পদে জহরলাল নেহেরুর উপরে দায় চাপাতে অভ্যস্ত নরেন্দ্র মোদী আজ সম্পূর্ণ নতুনরূপে দেখল দেশবাসী। আজ লালকেল্লায় পাগড়ি পরিহিত মোদিকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এরপরই জাতীয় পতাকা উত্তোলন নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, সর্দার প্যাটেলের হাত ধরেই ঐক্যবদ্ধ হয়েছে ভারত। বাবাসাহেব আম্বেদকার ভারতকে ভবিষ্যতের পথ দেখিয়েছেন। আজ তাঁদের প্রত্যেককে স্মরণ করছে গোটা দেশ। তাঁদের কাছে চিরকাল ঋণী থাকব আমরা। আর প্রধানমন্ত্রীর এই নেহরু-স্তুতিতে মোদির নিজের ইমেজ তৈরির চেষ্টাই দেখছে ওয়াকিবহাল মহল।
মাতঙ্গিনী হাজরা নাকি অসমের
স্বাধীনতা দিসবের মঞ্চে বড় ভুল করে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত তথা বাংলার স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার কথা বলতে গিয়ে তাঁকে অসমের বলে উল্লেখ করলেন মোদি। তিনি বলেন, অসমের মাতঙ্গিনী হাজরা পরাক্রম দেখিয়েছেন স্বাধীনতা সংগ্রামে। আর তারপরই মোদির এই ভুলকে বাংলার অপমান বলে দাবি করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ট্যুইটে লিখেছেন, মাতঙ্গিনী হাজরা অসমের? প্রধানমন্ত্রী কি পাগল হলেন? নিজে জানেন না। আবেগ নেই। অন্যের লিখে দেওয়া ভাষণ পড়ে নাটক করতে গেলে এই হয়।
কৃষি আইন নিয়ে মোদির সাফাই
দেশের প্রতিটি বিরোধী রাজনৈতিক দলের যাবতীয় বিরোধিতা করে রাজ্য করে সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে জোরে কৃষি আইন পাশ করানোর পর থেকেই তুমুল বিক্ষোভে ফেটে পড়েছে গোটা দেশ। আজ এই জনবিরোধী এবং কৃষকের বিরোধী কৃষি আইন নিয়ে লালকেল্লার মঞ্চ থেকে নিজের সাফাই দেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, অতীতে কখনও কৃষি সংক্রান্ত নীতিতে প্রান্তিক কৃষকদের কোনও গুরুত্ব দেওয়া হয়নি। এখন তাঁদের কথা ভেবেই কৃষি আইনে সংশোধন করা হয়েছে।