Last Updated on October 8, 2021 10:17 PM by Khabar365Din
৩৬৫ দিন। তথ্য গোপনের চেষ্টা হয়েছিল, এবার মোদি সরকার মানতে বাধ্য হল এয়ার ইন্ডিয়া গিয়েছে টাটাদের হাতেই। শুক্রবার উচ্ছ্বসিত রতন টাটার টুইট, ‘ টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়ার নিলাম জিতেছে, এটা দারুন খবর। আমি নিশ্চিত টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়ার পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিমান পরিবহনের বাজার আরো প্রসারিত হবে উন্মুক্ত হবে।’ একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন একটি দীর্ঘ সময় পর্যন্ত এয়ার ইন্ডিয়া জেআরডি টাটা-র নেতৃত্বে বিশ্বজুড়ে প্রশংসা পেয়েছিল এবং প্রথম সারির বিমানসংস্থা বলে পরিগণিত হত। বস্তুত, এয়ার ইন্ডিয়ার মালিকানা টাটা গোষ্ঠীর পাওয়া নিয়ে বিস্তর নাটক চলেছে গত এক সপ্তাহ ধরে চলতি মাসের ১ তারিখ জানা যায় স্পাইসজেট কে পেছনে ফেলে এয়ার ইন্ডিয়ার নিলাম জিতেছে টাটা গোষ্ঠী।
আশ্চর্যজনকভাবে কোনো এক অজ্ঞাত কারণে কেন্দ্রীয় সরকার বেশ কয়েক ঘণ্টা পরে বিষয়টিকে অস্বীকার করে তথ্য চাপা দেওয়ার চেষ্টা করে যদিও সেই সময়ে একমাত্র ‘খবর ৩৬৫ দিন‘-ই জানিয়েছিল নিলাম জিতেছে টাটা গোষ্ঠী-ই। অর্থাৎ সঠিক তথ্য কোনো এক বা একাধিক কারণে সামনে আনা হচ্ছে না। শেষ পর্যন্ত এক সপ্তাহ পর সেই খবরই মান্যতা পেল টুইট করলেন স্বয়ং রতন টাটা। কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রক সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ৪৩,০০০ কোটি টাকার ঋণে জর্জরিত এয়ার ইন্ডিয়া বিক্রির বিষয়ে দরপত্রের কথা বলছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ১৫ সেপ্টেম্বরের মধ্যে এয়ার ইন্ডিয়া কেনার দরপত্র জমা দেওয়ার শেষ দিন বলে ঘোষণা করেন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দরপত্র জমা দেয় টাটা সন্স এবং স্পাইস জেট। শেষ পর্যন্ত বাজিমাত করে টাটা গোষ্ঠী। তবে টাটাদের সঙ্গে এয়ার ইন্ডিয়ার সম্পর্ক প্রায় ছয় দশকেরও বেশি সময় এর পুরনো। ইতিহাস বলছে, ১৯৩২ সালে প্রথম টাটা এয়ারলায়েন্স নিয়ে আসে টাটা গোষ্ঠী। ১৯৪৬ সালে নাম হয় এয়ার ইন্ডিয়া।