ত্রিপুরা সরকারের বিজ্ঞাপনে শিয়ালদহ উড়ালপুলের ছবি

0

Last Updated on December 11, 2021 11:39 PM by Khabar365Din

৩৬৫ দিন। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা! গোটা দেশের ভাজপা ডাবল ইঞ্জিন সরকারের গুণকীর্তন গাওয়ার জন্য বারে বারে বাংলার ছবি চুরি করতে গিয়ে ধরা পড়ছে। উন্নয়ন তো দূরের কথা চুরি ঠিকঠাক করে করে উঠতে পারছে না। অন্তত গত মাস তিনেকের মধ্যে পরপর তিনটি ঘটনায় সেটাই প্রমাণ করছে ভাজপা শাসিত সরকার গুলি। যার সাম্প্রতিকতম উদাহরণ ভাজপা শাসিত ত্রিপুরার বিপ্লব দেব সরকারের পথ নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞাপন। নীল রংয়ের বাস চলছে, রয়েছে কলকাতার ট্রেডমার্ক হলুদ ট্যাক্সিও৷ চওড়া রাস্তায় বাস, গাড়ির মাঝে চোখে পড়ছে ট্রাম লাইনও৷ ছবি দেখে মনে হতেই পারে বাংলার সরকারের কোনও বিজ্ঞাপন বা প্রচার৷ যদিও শহর কলকাতার এই ছবি ব্যবহার করেই ট্যুইট করার হয়েছে ত্রিপুরা সরকারের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে৷ ছবি দেখেই পরিষ্কার, নীলরতন সরকার হাসপাতাল এর সামনে ব্যস্ত শিয়ালদহ উড়ালপুলের ছবি ব্যবহার করেই ত্রিপুরা সরকারের তরফে এই ট্যুইট করা হয়েছে৷ গতকাল তাঁদের সরকারি ট্যুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করে ত্রিপুরা সরকার। পোস্টটিতে লেখা হয়, পথ নিরাপত্তা সংক্রান্ত একটি স্লোগান লেখার প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে। যাতে জিতলে ৫০০০ টাকা পুরস্কার পাওয়া যাবে।

অবশ্য বাংলা ছবি অথবা বাংলার উন্নয়ন নিজেদের বলে চালানোর চেষ্টা করতে গিয়ে বাংলার ছবি চুরির ঘটনা ভাজপা শাসিত রাজ্যের ক্ষেত্রে একেবারে নতুন নয়। গত সেপ্টেম্বরে উত্তর প্রদেশ সরকারের এক বিজ্ঞাপনে বাইপাসের মা ফ্লাইওভারের ছবি দিয়ে দেওয়া হয়েছিল। পরে সেই ঘটনায় দায় চাপানো হয় বিজ্ঞাপন সংস্থার ওপরে। সেই সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে দাবি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের ছবি চুরি করে নিজেদের কৃতিত্ব বলে দাবি করছে যোগী আদিত্যনাথের সরকার।‌ গতমাসেই ভাজপা শাসিত উত্তরাখণ্ডের প্রস্তাবিত বিমানবন্দরের ছবি হিসেবে অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের তরফে টুইটারে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমান বন্দরের ছবি দেওয়া হয়। স্বাভাবিকভাবেই ভাজপা শাসিত ত্রিপুরার সরকারি টুইটার হ্যান্ডেল থেকে এইভাবে বাংলার ছবি নিজেদের বলে চালানোর চেষ্টা ঘটনায় তীব্র সমালোচনা করেছে তৃণমূল। টুইটারে এআইটিসি ত্রিপুরার তরফে লেখা হয়, ত্রিপুরার বিজেপি কী ভাবে এই রাস্তা এ রাজ্যের বলে দাবি করল? ত্রিপুরায় কি একটাও ঠিকঠাক ভাবে তৈরি করা রাস্তা নেই? বিজেপির বিপ্লব দেব তার মানে এ রাজ্যে কোনও উন্নয়নই করেননি। অদ্ভূত লাগে বিজেপি বার বার কী ভাবে বাংলার মডেল চুরি করে। কী ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে নিজেদের নামে তুলে ধরে। কুকুরের সরকার যেভাবে বাংলার ছবি চুরি করেছে তার তীব্র সমালোচনা করেন ত্রিপুরায় তৃণমূলের রাজ্য স্টিয়ারিং কমিটির কনভেনার সুবল ভৌমিক। সুবল ভৌমিক বলেন, ত্রিপুরায় বিজেপি সরকার যে কোন উন্নয়ন করেনি এটা তার সব থেকে বড় প্রমাণ। ‌ তবে এটাও ভালো যে পশ্চিমবাংলার উন্নয়নকে নিজেদের উন্নয়ন বলে চালাতে হচ্ছে বিজেপিকে। গত ৫ বছরে বিজেপি সরকার ত্রিপুরাতে কোন উন্নয়ন করেনি। ত্রিপুরায় তৃণমূল ক্ষমতায় এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে সমস্ত ক্ষেত্রে উন্নয়নের কাজ করবে তৃণমূল। কুণাল ঘোষ বলেন, ছবিতে ট্রাম লাইন পর্যন্ত দেখা যাচ্ছে৷ বিজেপি হল আসলে নকলনবিশ, দেউলিয়া, টুকলিবাজ৷ বিপ্লব দেব দিদিকে বলো-র নকল করে দাদাকে বলো করতে গিয়েছেন৷ গোয়ায় দুয়ারে সরকার, দুয়ারে রেশনের নকল করার চেষ্টা হয়েছে৷ আর ত্রিপুরার নিজেদের দেখানোর মতো যেটুকু যা ছিল, সেটাও বিজেপি ক্ষমতায় এসে নষ্ট করে দিয়েছে৷ তাই এখানকার ছবি ব্যবহার করতে হচ্ছে৷ ওদের উচিত নাকখত দিয়ে ক্ষমা চাওয়া৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here