বাংলায় রাষ্ট্রপতি শাসন হুমকি দিচ্ছেন অমিত শাহ

0

Last Updated on October 19, 2020 4:42 PM by Khabar365Din

৩৬৫ দিন। বিজেপির সশস্ত্র নবান্ন অভিযানের পাশে দাঁড়িয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের নাম করে বাংলার মানুষকে হুমকি দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ’র মন্তব্যের বিরােধিতা করে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। সােমবার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রপতি শাসনের তত্ত্বকে তীব্র সমালােচনা করেছেন। অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বােম ফ্যাক্টরির তথ্য অমিত শাহ’র কাছে আছে কিন্তু পরিযায়ী শ্রমিকের তথ্য চাইলে কেন্দ্রের বিজেপি সরকার বিভ্রান্ত হয়ে পড়ছে, হাস্যকর।

রাষ্ট্রপতি শাসনের নাম করে আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন। আপনার সাহস হয় কীভাবে, আপনি বাংলার মানুষকে ভয় দেখাচ্ছেন, অসহ্য আপনাদের নির্বাচনী অপপ্রচার। প্রসঙ্গত, চলতি মাসে, সশস্ত্র নবান্ন অভিযানের নামে রাস্তায় নেমে গুন্ডামি করে বিজেপি সমর্থকরা। বিজেপির মিছিল থেকে অস্ত্র সমেত একজনকে গ্রেফতার করা হয়। লাগাতার রাজ্যের বিরুদ্ধে কুৎসা করতে শুরু করে বিজেপি। বিজেপির এজেন্ট পদ্মপাল পুলিশের বিরুদ্ধে একতরফাভাবে অপপ্রচার শুরু করেছেন। উৎসবের মরসুমে বিজেপি উদ্দেশ্যপ্রণােদিতভাবে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে তা একপ্রকার রাজ্যবাসীর কাছে পরিষ্কার হয়ে যাওয়ার পরই, রাষ্ট্রপতি শাসনের তত্ত্বকে সামনে এনেছে বিজেপি বলেই দাবি করছে রাজনৈতিক মহল। পাশাপাশি, এদিন টুইটে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লেখেন, ভারতের জঙ্গল রাজের প্রবক্তা যারা তারা প্রকাশ্যে বাংলায় রাষ্ট্রপতি শাসনের কথা বলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here