শত্রুঘ্নর ছেলে লব
বিহার ভােটে কংগ্রেসের টিকিটে

0

Last Updated on October 16, 2020 7:36 PM by Khabar365Din

৩৬৫ দিন। বাবার পথে হেঁটেই বার রাজনীতিতে নামলেন শত্রুঘ্ন সিনহার পুত্র লব সিনহা। বিহারের পাকিপুর বিধানসভায় নিজের মনােনয়নপত্র জমা দিয়ে লভ সিনহা জানান, বাবার হয়ে ভােটের প্রচারে এখানে আসতাম। বাবার হয়ে প্রচারে এসে এত পরিশ্রম করতাম তাই দেখেই হয়তাে পার্টি আমায় টিকিট দিয়েছে। হঠাৎ রাজনীতিতে কেন? জবাবে শত্রুঘু পুত্র বলেন, হঠাৎ করে নয়, আমি রাজনীতিতে আগেই এসেছি, শুধু এবছর প্রথমবার ভােটের প্রার্থী হয়ে লড়াই করছি। তফাৎ শুধু আগের বার অন্য প্রার্থীর হয়ে প্রচারে করতাম এবার আমি নিজের হয়ে প্রচার করব। জেতার আশা কতটা রয়েছে? তিনি বলেন, জয় পরাজয় জনগণ নির্ধারণ করে। আমি শুধু মানুষের জন্য কাজ করতে এসেছি।আমি মানুষের জন্য কতটা কাজ করতে পারবাে এটাই আসল কথা। মুম্বাইয়ের বাসিন্দাকে প্রার্থী হিসেবে কি পাকিপুরে তােক মেনে নেবে? লভের জবাব, লােকে বলে বিহারে লােকেরা বাইরে চলে যায় কাজ করতে। আর আমি এখানে এসেছি বিহারের জন্য কাজ করতে। ডবল গেম তাে চলতে পারে না। কেউ বাইরে গেলে বহিরাগত হয়, আবার কেউ ফিরে এলেও খুশি হয় না এটা তাে ঠিক নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here