ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল ! সম্বিত ফিরতেই ভাজপার খপ্পর থেকে পালিয়ে এলেন শিবসেনা বিধায়ক

0

Last Updated on June 23, 2022 5:11 PM by Khabar365Din

৩৬৫ দিন। ভাজপার খপ্পর থেকে পালিয়ে এলেন শিবসেনা বিধায়ক নীতিন দেশমুখ। মহারাষ্ট্রের বালাপুরের ভাজপা বিধায়কের অভিযোগ, ২০ জুন রাতে তাকে কিডন‍্যাপ করে নিয়ে যাওয়া হয় সুরাতের একটি হোটেলে। কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন।

প্রথমে তিনি ভেবেছিলেন কোন দুষ্কৃতী দল তাঁকে অপহরণ করেছে। পরে তিনি জানতে পারেন গুজরাত পুলিশ এই অপারেশন চালিয়েছে। তার ওপর চাপ সৃষ্টি করা হয় যাতে তিনি উদ্ধব ঠাকরে সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেন। বদলে বিপুল পরিমাণ অর্থ এবং নতুন মন্ত্রিসভায় মন্ত্রিত্ব দেওয়ার লোভ দেখানো হয়। যদিও এই প্রস্তাবে তিনি রাজি হননি। হোটেলের একটি ঘরে তাকে আটকে রাখা হয়। বুধবার ভোর রাতে সুযোগ পেয়ে তিনি সুরাটের হোটেল থেকে পালানোর চেষ্টা করেন।

যদিও সুরাট পুলিশ তাকে দরে ফেলে। তিনি হৃদরোগে আক্রান্ত বলে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া হয়। ইনজেকশন দিয়ে দীর্ঘক্ষণ বেহুঁশ করে রাখা হয় তাঁকে। জ্ঞান ফিরতে ওই হাসপাতাল থেকে পালিয়ে মুম্বাই চলে আসেন তিনি। বিধায়কের স্ত্রী আগেই নিখোঁজ ডায়েরি করেছিলেন। বিধায়কের অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা শুরু হয়েছে।

নীতিনের দাবি, আরো অনেক শিবসেনা বিধায়ক কে জোর করে হোটেলে আটকে রাখা হয়েছে তারা পালাতে পারে এই আশঙ্কায় গুয়াহাটি হোটেলে পাঠিয়ে দেয়া হয়েছে অনেককে মোবাইল কেড়ে নিয়ে বেহুঁশ করে রাখা হচ্ছে। তিনি জানান শিবসেনা সরকারের প্রতি তার পূর্ণ আনুগত্য রয়েছে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দিকেই তাঁর সমর্থন থাকবে।

বস্তুত এ দিন সকালেই শিবসেনা মুখপাত্র তথা দলের সংসদ সঞ্জয় রাউত দাবি করেছিলেন শিবসেনা বিধায়কদের অপহরণ করা হচ্ছে। বক্তব্যের সমর্থনে একাধিক ভিডিও তিনি প্রকাশ্যে এনেছিলেন এবার তার সেই বক্তব্য সত্যি প্রমানিত হল শিবসেনা বিধায়কের কথায়। শিবসেনার দাবি বিধায়কদের ফেরা সবে শুরু হয়েছে। এক এক করে সকলেই ফিরে আসবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here