Last Updated on October 15, 2020 5:43 PM by Khabar365Din
বিশেষ প্রতিবেদন। মুম্বই। ভারতীয় ঐতিহ্য সম্পর্কে বলা হয়, বৈচিত্রের মধ্যে ঐক্য। কিন্তু বিজেপি শাসিত ভারতে বসে একথা বলা প্রায় অসম্ভব। সম্প্রতি টাটা গােষ্ঠীর গয়নার ব্র্যান্ড তানিম্নের বিজ্ঞাপনে এই ঐক্যের বার্তা প্রচার করার জন্য দেশজুড়ে অন্ধ মৌলবাদীদের রােষের শিকার হয়েছে সংস্থা। এমনকি গুজরাতে তানিষ্কের শােরুমে হামলাও চলেছে। বিজ্ঞাপনের মাধ্যমে নাকি লাভ জিহাদ’-র প্রচার। সােশ্যাল মিডিয়ায় এমনই অভিযােগ উঠল জনপ্রিয় জুয়েলারি ব্র্যান্ড তানিম্নের বিরুদ্ধে। চাপের মুখে নিজেদের বিজ্ঞাপন সরিয়েই নিল তানিষ্ক। টুইটারে হ্যাশট্যাগ দিয়ে শুরু হয়ীবয়কট তানিষ্ক-র ডাক। গুজরাতের গান্ধীধামে তানিষ্কের শােরুমে এসে হুমকি দেয় একদল লােক। আসতে থাকে খথ্রেট কলখ। শুধু তাই নয়, বিজ্ঞাপনের জন্য লিখিত ক্ষমা প্রার্থনাও করতে হয় শােরুম মালিককে। যদিও পুলিশ এই খবর ভুয়াে বলে জানিয়েছে কী আছে বিজ্ঞাপনে ? গত ৯ অক্টোবর তানিঙ্কের তরফে ই বিজ্ঞাপনটি প্রকাশ্যে আনা হয়। ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপনটিতে তাদের নতুন ধরনের গয়না কাত্বম’-এর প্রচার করা হয়। আর সেই সূত্রেই বিজ্ঞাপনে দেখানাে হয়, একটি হিন্দু বৌমা ও তার মুসলিম
শাশুড়ির গল্প । অন্তঃস্বা বৌমার হিন্দু মতে সাধের অনুষ্ঠান আয়ােজন করছে। মুসলিম পরিবারটি। মেয়েটি যখন তাঁর শাশুড়িকেজিন্সে করছে, মা, তােমাদের ঘরে তাে এমন অনুষ্ঠান হয় না!’তখন শাশুড়ি উর দিচ্ছে, কিন্তু মেয়েদের ভালাে। রাখার অনুষ্ঠান তাে সব ঘরেই হয়। এই বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু করে নির্দিষ্ট কিছু সংগঠন। যদিও শুভবুদ্ধিসম্পন্ন অনেকেই অবশ্য এই ঐক্যের বার্তার কারণে তানিঙ্কের প্রশংসাও করে। কিন্তু একদল অভিযােগ তােলে এই বিজ্ঞাপনের মাধ্যমে লাভ জিহাদ অর্থাৎ ভিন্ন সম্প্রদায়ে বিয়েতে উৎসাহ দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই অন্যান্য বিষয়ের মতাে এই বিষয়েও মুখ খুলেছেন বিজেপির টকিং ডল কঙ্গনা রানাওয়াত। টুইটারে তিনি লেখেন, ‘বিজ্ঞাপনটিতে হিন্দু মেয়েটিকে যেভাবে ভীত দেখিয়েছে, তা অত্যন্ত অন্যায়। তার উত্তরে দিল্লির বাসিন্দা নেহা উমঙ্গ লেখেন, কোনটা ভয়, আর কোনটা ভালােবাসা বােঝেন আপনি? মেয়েটি স্বাভাবিকভাবেই তার আসন্ন মাতৃত্ব নিয়ে উদ্বিগ্ন। শাশুড়ি বৌমার ফিল্মি ঝগড়ার বাইরেও কিছু ভাবুন। কংগ্রেস সাংসদ শশী থারুর বিজ্ঞাপনটির স্বপক্ষে লেখেন, খটি একটি অসাধারণ বিজ্ঞাপন।