
Last Updated on November 14, 2021 12:26 AM by Khabar365Din
৩৬৫ দিন। ক্ষমতায় আসার পর থেকে মোদি সরকার বরাবরই দাবি করে থাকে উত্তর পূর্বে জঙ্গি মোকাবিলায় কেন্দ্র উল্লেখযোগ্য পদক্ষেপ করছে এবং পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই শান্ত মোদি সরকারের এই দাবিকে উড়িয়ে দিয়ে মণিপুরে সাম্প্রতিক কালে মধ্যে অন্যতম বড় জঙ্গি হামলার ঘটনা ঘটলো। অসম রাইফেলসের কমান্ডিং অফিসারের কনভয় হামলা চালাল জঙ্গীরা। কমান্ডিং অফিসারের স্ত্রী পুত্র সহ অন্তত ৭ জন নিহত বলে খবর আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার টুইট, মণিপুরে সেনা কনভয়ে জঙ্গি হানায় ৪৬ অসম রাইফেলসের ৫ জওয়ান, এক সিও এবং তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। ভারাক্রান্ত হৃদয়ে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বীর শহীদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাচ্ছি। সারাদেশ বিচার চাইছে। এই হামলার তীব্র নিন্দা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সিং-এর কথায় এটি কাপুশোচিত হামলা। নিহত সেনা জওয়ান ও সেনা আধিকারিকদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।তিনিও দোষীদের বিচার ও শান্তির আশ্বাস দিয়েছেন। এদিকে মণিপুরে জঙ্গি হামলার ঘটনার পর নড়েচড়ে বসেছে সেনাবাহিনী। সেনাবাহিনী সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মায়ানমার সীমান্ত দিয়ে জঙ্গিরা ভারতে ঢুকে ছিল এবং মণিপুরে নাশকতা ঘটায় মায়ানমার সীমান্তে ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে। সেনাপ্রধান এম এম নারাভানেকে কিভাবে হামলা হয়েছিল সেই বিষয়টি জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে গোয়েন্দারা মনে করছেন, শনিবারের হামলা পূর্বপরিকল্পিত এবং অত্যন্ত পরিকল্পনামাফিক হামলা ঘটানো হয়েছে মায়ানমার সীমান্ত দিয়ে জঙ্গিরা মণিপুরে ঢুকেছিল এবং হামলার পর তারা মায়ানমার সীমান্ত দিয়ে পালিয়ে গিয়েছে ইতিমধ্যে মনিপুরের বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। সূত্রের খবর, ৪৬ অসম রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল বল্লভ ত্রিপাঠি শনিবার একটি ফরোয়ার্ড ক্যাম্পে দিয়েছিলেন। সেখান ছেকে ফেরার সময়ই তাঁর কনভয়কে নিশানা করে জঙ্গিরা। অতর্কিতে হামলায় চালায়। সূত্রের খবর জঙ্গরা সেনা আধিকারিকের গাড়ি ও কনভয় রক্ষা করে গুলি ছুঁড়তে থাকে। তবে সেনা কর্মীদের আক্রমণ প্রতিহত করার সময় দেওয়া হয়নি। চুরাদাঁদপুর জেলারই সদর শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে প্রত্যন্ত গ্রামে সেনা আধিকারিকের কনভয়কে টার্গেট করে জঙ্গিরা। মণিপুরের সন্ত্রাসবাদী সংগঠন পিপলস লিবারেশন আর্মি, বা পিএলএ এবং মণিপুর নাগা’স পিপলস ফন্ট হামলার দায় স্বীকার করেছে। মণিপুরের মখ্যমন্ত্রী বীরেন সিং সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন জঙ্গিদের হামলার কমান্ডিং সেনা আধিকারিক ও তাঁর পরিবারসহ সেনা জওয়ানদের মৃত্যু হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার ও শান্তির আশ্বাস দিয়েছেন তিনি। তাঁর কথায় সেনা কনভয়ের ওপর এজাতীয় হামলা কাপুরুষোচিত হামলা। রাজ্যের আধা সামরিক বাহিনী ইতিমধ্যেই জঙ্গিদের তল্লাশি শুরু করেছে বলেও জানিয়েছে প্রশাসন।