আগরতলায় ভাজপার গুন্ডাদের আক্রমণ তৃণমূলকে
৩ টি গাড়িতে ব্যাপক ভাঙচুর, দোলার নিরাপত্তারক্ষী আহত

0

Last Updated on August 16, 2021 12:21 AM by Khabar365Din

আগরতলা থেকে রিপোর্ট ছবিতমাল রায়


৩৬৫ দিন। বর্বরতার নিকৃষ্টতম জায়গায় পৌঁছে গিয়েছে ত্রিপুরার ভাজপা সরকার, তৃণমূল সাংসদ দোলা সেন ও অপরুপা পোদ্দারের ওপর হামলার পরিপ্রেক্ষিতে সরাসরি এই যুক্তিই তুলে ধরছে তৃণমূল। রবিবার সকালে ত্রিপুরায় ফের আক্রান্ত হল তৃণমূল নেতৃত্ব। এদিন ত্রিপুরায় তৃণমূল সাংসদরা স্বাধীনতা দিবস পালন করেন। এরপর পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, রাজ্যসভার সাংসদ দোলা সেন ও লোকসভার সদস্য অপরূপা পোদ্দার ত্রিপুরার সাথরুমে গিয়েছিলেন। অভিযোগ, ফেরার পথে থাইরুম অঞ্চলে বিজেপি কর্মী-সমর্থকরা তাঁদের গাড়ি ঘিরে ফেলে বাঁশ-লাঠি-সাইকেল দিয়ে গাড়ির উপর আক্রমণ চলায়। তিনটি গাড়ি সম্পূর্ণ ভেঙে যায়। দোলা সেনকে বাঁচাতে গিয়ে মাথা ফাটে তাঁর আপ্ত সহায়কের। অপরূপা পোদ্দারকে হেনস্থা করা হয়। তাঁর মোবাইল-ব্যাগ ছিনিয়ে নিয়ে নর্দমায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন আরেক তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।আরও অভিযোগ গাড়ি ভাঙচুর করার পাশাপাশি আরামবাগের তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দার এর ব্যাগ ও প্রয়োজনীয় কাগজপত্র সহ মোবাইল ছিনিয়ে নিয়ে ফেলে দেওয়া হয় নর্দমায়। সেগুলি প্রাণভয় নিয়ে আসার সুযোগ পাননি ওই সাংসদ।


আক্রান্ত দুই মহিলা সাংসদ গোটা বিষয়টি ত্রিপুরা রাজ্য পুলিশের ডিজিকে জানানোর পরেও পুলিশ কোনো সাহায্য করেনি বলে অভিযোগ করা হয়। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে দীর্ঘ পথ পার হয়ে কোন ভাবে নিজেদের প্রাণ বাঁচান দুই মহিলা সাংসদ। এই ঘটনায় তীব্র নিন্দা করেছে তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যে ত্রিপুরার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন। এই ঘটনার তীব্র নিন্দা করে দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইটে জানান, দফায় দফায় তৃণমূলের ওপর হামলা করছে বিজেপি। সাংসদ দোলা সেন, অপরুপা পোদ্দারের উপর আক্রমণ। ‌স্বাধীনতা দিবসে জঙ্গলরাজের রাজত্ব। সব তথ্য সংগ্রহ চলছে, ভয় পেয়েছে বিজেপি। প্রসঙ্গত, জয়া- সুদীপ-দেবাংশুদের উপর ভাজপা আশ্রিত গুন্ডাদের আক্রমণ এবং পরবর্তীকালে অভিষেকের নেতৃত্বে যেভাবে ত্রিপুরায় আন্দোলন গড়ে তুলেছে তৃণমূল, আক্ষরিক অর্থেই বিপ্লব দেবের সরকারের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই আবহেই তৃণমূল স্লোগান তুলেছে, ত্রিপুরা দখলের। এই ঘটনার কড়া সমালোচনা করে ত্রিপুরা সহ দিল্লিতে ভাজপা বিরোধী আন্দোলন তীব্রতর করছে তৃণমূল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here