বিপ্লব দেব এর একমাত্র টার্গেট অভিষেক রোকো, ২২ শে অনুমতি না পেলে আদালতে যাবে তৃণমূল

0

Last Updated on September 14, 2021 10:58 PM by Khabar365Din

৩৬৫ দিন। আগরতলা। পরপর দুবার বিভিন্ন অজুহাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পদযাত্রা বাতিল করে দেওয়ার পরে তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হলো আগামী ২২ সেপ্টেম্বর আগরতলার রাজপথে পদযাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই পুলিশের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি নেওয়ার জন্য চিঠি জমা দিয়েছে ত্রিপুরা তৃণমূল নেতৃত্ব। ত্রিপুরার বিধানসভা নির্বাচনের আগে এখনও প্রায় দেড় বছর বাকি থাকলেও রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে গোটা ত্রিপুরা জুড়ে। গতমাসে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরতলা এসে আগামী বিধানসভা নির্বাচনে ভাজপাকে হারিয়ে তৃণমূলের সরকার গঠনের হুঁশিয়ারি দেওয়ার পর থেকেই ত্রিপুরার শাসকদল ভাজপা ক্রমাগত আক্রমণের রাস্তা বেছে নিয়েছে তৃণমূলকে ঠেকানোর জন্য। আগে তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে পদযাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ত্রিপুরা পুলিশ তাতে অনুমতি দেয়নি। তারপর ঠিক হয় পরেরদিন অর্থাৎ ১৬ তারিখ করা হবে পদযাত্রা। তাতেও সাড়া দেয়নি বিপ্লব দেবের পুলিশ। সেখানে নানা কথা উল্লেখ করে দুটি চিঠি দেয় ত্রিপুরা পুলিশ।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শুধু কড়া টুইট করে থেমে থাকেননি। বরং সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২২ সেপ্টেম্বর আগরতলায় পদযাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রেক্ষিতে ত্রিপুরা পুলিশকে চিঠি দিয়েছে তৃণমূল। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ২২ তারিখ ত্রিপুরায় পদযাত্রা করবেন তিনি। সেই মর্মে চিঠিও দেওয়া হয়েছে ত্রিপুরা পুলিশকেও। গতকাল রাতেই বিশ্বকর্মা পুজোর অজুহাত দেখিয়ে ত্রিপুরা পুলিশ তৃণমূলের পরিবর্তিত কর্মসূচি বাতিল করার পরে কড়া ভাষায় টুইট করে ত্রিপুরা সরকার এবং ভারতবর্ষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই টুইটের শেষে লেখেন, ইয়ে ডর মুঝে অচ্ছা লাগা। তবে তৃতীয় বারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পদযাত্রার দিন পরিবর্তন করার পরে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ স্পষ্টভাষায় ত্রিপুরার ভাজপা সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন,অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়ে ত্রিপুরার বিজেপি আর তাদের পুলিশ পদযাত্রাতে বাধা দিচ্ছে। ১৫ ও ১৬ সেপ্টেম্বর হাস্যকর ছুতোয় অনুমতি দেয়নি। তৃণমূল তার পরেও সৌজন্য দেখাচ্ছে। এবার ২২ সেপ্টেম্বর অভিষেকের নেতৃত্বে পদযাত্রার জন্য দল পুলিশকে চিঠি দিয়েছে। এবার বাধা দিলে দল আদালতের দ্বারস্থ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here