Last Updated on July 29, 2021 12:46 AM by Khabar365Din
৩৬৫ দিন। নয়াদিল্লি। ৫, ৬ টি আসনে প্রতীকী প্রতিদ্বন্দিতা নয়, ত্রিপুরায় স্বৈরাচারী ভাজপা সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে অভিষেকের নেতৃত্বে সরাসরি প্রতিদ্বন্দিতায় নামছে তৃণমূল। ত্রিপুরায় যে কায়দায় প্রশান্ত কিশোরের আইপ্যাক সংস্থার ২৩ জনের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ শুরু করেছে বিপ্লব দেবের সরকার তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠে এ কথাই জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কোভিড টেস্টের রিপোর্টে নেগেটিভ আসার পরও আইপ্যাকের ২৩ জনের বিরুদ্ধে মহামারী আইনে মামলা দায়ের করেছে ত্রিপুরার ভাজপা সরকার। আজ সকালেই মমতার নির্দেশে ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ত্রিপুরা এসে পৌঁছেছেন। আগামীকাল সকাল ৮ টায় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ত্রিপুরা আসছেন। আন্দোলন তীব্রতর করতে আগামী পরশুদিন শুক্রবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক। এদিন দিল্লিতে দলনেত্রীর সঙ্গে বৈঠকের পরে অভিষেক বলেন, ত্রিপুরায় যা হচ্ছে সেটা মেনে নেওয়া যায় না। আমরা আগেও বলেছি এখন বলছি, শুধুমাত্র ৫,৬ টি আসনে ভোটে জেতার জন্য প্রতিদ্বন্দিতা করব না, ত্রিপুরায় মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান লক্ষ্য। তৃণমূল সূত্রের খবর, আগামীকাল থেকে ত্রিপুরা জুড়ে স্বৈরাচারী ভাজপা সরকারের বিরুদ্ধে ক্রমাগত আন্দোলনে নামছে দল। আইপ্যাক কোনও রাজনৈতিক দল না হওয়ার পরও কেন সংস্থার 23 জনের বিরুদ্ধে সমন জারি করেছে ত্রিপুরা পুলিশ সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি ভাজপা প্রশাসন। সূত্রের খবর, আগামীকাল তৃণমূলের প্রতিনিধিদের আগরতলায় এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা আছে। পরে সন্ধ্যায় বৈঠকে বসবেন তৃণমূলের প্রতিনিধিরা। রাজনৈতিক বিরোধিতার পাশাপাশি এই মুহূর্তে কীভাবে স্ট্র্যাটিজিকালি পরিস্থিতির মোকাবিলা করা যায় তার জন্য আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। এদিন দিল্লিতে ডেরেক ও’ব্রায়েন বলেন, ত্রিপুরার সরকার ভয় পেয়ে গেছে। তাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইপ্যাককে টার্গেট করছে। দলীয় সূত্রের খবর, এদিন দিল্লিতে দলনেত্রী এই বিষয় নিয়ে সাংসদদের সঙ্গে একপ্রস্থ কথা বলেছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ত্রিপুরায় এসে পৌঁছানোর পর পরবর্তী প্ল্যান অফ একশন নির্ধারণ করা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।