Last Updated on September 24, 2021 11:54 PM by Khabar365Din
৩৬৫ দিন। ভাজপা শাসিত অসম ত্রিপুরার পরে এবারে তৃণমূলের টার্গেটে আরেক ভাজপা শাসিত রাজ্য গোয়া। গত বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বিরোধীদলের বিধায়কদের ভাঙিয়ে এবং ভাজপা অনুগত পদ্মপালের বদান্যতায় গোয়াতে সরকার গঠন করেছিল ভাজপা। ২০১৭ সালের বিধানসভা ভোটে কংগ্রেস জিতেছিল ১৭ আসন। ভাজপা জিতেছিল ১৩ আসন। এই পরিস্থিতিতে গোয়াতে বিধানসভা নির্বাচন আর মাত্র মাস ছয়েক বাকি। তাই স্বাভাবিক ভাবেই ২৪শে কেন্দ্রে ভাজপা বিরোধী সরকার গঠনের জন্য মমতা যে টার্গেট দিল্লি ঘোষণা করেছেন, তার প্রস্তুতি হিসেবে গোয়াকে দলের পরবর্তী টার্গেট হিসেবে ঠিক করেছে তৃণমূল।
অভিষেকের হুঁশিয়ারি
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন, যেখানে যাবেন সেখানে একটি বা দুটি আসন পাওয়া লক্ষ্য নয় তৃণমূলের। সরকার গঠনের জন্য ঝাঁপাবে তৃণমূল। ইতিমধ্যেই তৃণমূল সেই কাজ শুরু করেছে ভাজপা শাসিত ত্রিপুরাতে। এবার সেই কাজ শুরু হল আরেক ভাজপা শাসিত রাজ্য গোয়ায়।
গতকাল মুর্শিদাবাদের নির্বাচনী জনসভা থেকে অভিষেক বলেন, যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে যাব। আমরা সেখানে গিয়ে বিজেপিকে হারাব। কংগ্রেস নাকি বিজেপিকে হারাবে? কংগ্রেস নেতাদের মাটিতে দেখা যায়? কংগ্রেস লড়াই করে বিজেপির কাছে হারছে। কংগ্রেস দিয়ে হবে না। তৃণমূল বিজেপিকে হারাচ্ছে। পার্থক্য এটাই। এবার তো ভারতবর্ষ জুড়ে খেলা হবে। গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকেও মানুষ আসছে। বিজেপিকে উৎখাত করতে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়।
অপারেশন গোয়া
ত্রিপুরায় সংগঠন বিস্তারের কাজে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডের পাশাপাশি গোয়াতে আগেই সংগঠন বাড়ানোর জন্য মাটি প্রস্তুত করা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সেখানে ঘাঁটি গেড়েছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের আইপ্যাক টিম। আইপ্যাকের ২০০ জলের মধ্যে সেবক ইতিমধ্যেই গোয়াতে কাজ শুরু করে দিয়েছেন। আজ সকালে গোয়াতে পৌঁছে গিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং তৃণমূলের লোকসভার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এর প্রতীক অনাস্থা দেখিয়ে তৃণমূলে যোগদান এর বিষয়ে যোগাযোগ শুরু করেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দীর্ঘদিনের কংগ্রেস বিধায়ক লুইজিনহো ফালেরিও। ২০১৩ সাল থেকে জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে কাজ করছেন। তবে, এবারই প্রথম নয়, এর আগে ২০১২ সালে গোয়ায় নিজের জমি শক্ত করার উদ্যোগ নিয়েছিল তৃণমূল। ২০১২ সালে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ড. উইলফ্রেড ডি সুজা সে রাজ্যে তৃণমূলের প্রধান হিসেবে নিযুক্ত হন।