সুপ্রিম কোর্টে তৃণমূলের আবেদন, ত্রিপুরা পুরভোট স্থগিত হোক

0

Last Updated on November 26, 2021 9:20 PM by Khabar365Din

৩৬৫ দিন। নয়াদিল্লি। সুপ্রিম কোর্ট বারে বারে নির্দেশিকা দেওয়া সত্ত্বেও ত্রিপুরায় পৌর নির্বাচনের ভোটগ্রহণের দিন বিরোধীপক্ষের প্রার্থী এবং কর্মী-সমর্থকদের উপরে প্রকাশ্যে আক্রমণের পাশাপাশি অবাধে ভোট লুট করেছে শাসকদল ভাজপা। তারপরেই ত্রিপুরায় ভোটগ্রহণপর্ব সম্পন্ন হয়ে গেলেও গণনা প্রক্রিয়া স্থগিত রেখে ভোটের দিনে সন্ত্রাসের উপযুক্ত তদন্তের জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটি গঠনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল তৃণমূল। গতকাল ত্রিপুরায় পৌরনির্বাচন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলেও দিনভর শাসকদল ভাজপার আক্রমণে রক্তাক্ত হয়েছে বিরোধী প্রার্থী এবং এজেন্টরা। ভোটগ্রহণপর্ব চলাকালীন প্রায় নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টে জরুরী ভিত্তিতে শুনানির সময় ভাজপা শাসিত ত্রিপুরা রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের ব্যর্থতার দিকে আঙুল তুলে দেশের সর্বোচ্চ আদালত তড়িঘড়ি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশিকা পাঠিয়ে আধাসামরিক বাহিনী মোতায়েন করে ত্রিপুরায়। সাম্প্রতিক অতীতে কোন রাজ্যের স্থানীয় পুর নির্বাচন চলাকালীন রাজ্য পুলিশের উপরে অনাস্থা দেখিয়ে সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নজির নেই।


এই পরেই আজ সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামাতে তৃণমূলের পক্ষ থেকে ভোটগ্রহণের দিন দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের উপরে আক্রমণের বিস্তারিত বিবরণ তথ্য-প্রমাণসহ জমা দেওয়ার পাশাপাশি চার দফা আবেদন জানানো হয়েছে। প্রথমত, সুপ্রিম কোর্টের কোন অবসরপ্রাপ্ত বিচারপতি কে দিয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক গতকাল ভোটগ্রহণের সময় যে অবাধে রিগিং হয়েছে এবং বিরোধীদের উপরে শাসকদলের আক্রমণের ঘটনা ঘটেছে তার যথাযথ তদন্ত করার জন্য। দ্বিতীয়ত, ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন নির্দেশ দেওয়া হোক যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া তদন্ত কমিটি পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করছে ততক্ষণ গণনা প্রক্রিয়া সম্পূর্ণ স্থগিত রাখার পাশাপাশি ঘটে ব্যবহৃত যাবতীয় জিনিসপত্র কঠোর নিরাপত্তার মধ্যে সুরক্ষিত রাখতে। ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হোক ভোট গ্রহণের জন্য যে সমস্ত বিজ্ঞপ্তি ধারা জারি করেছিল তার সুপ্রিমকোর্টের কাছে জমা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে এবং সামগ্রিক পরিস্থিতি বিচার করে সুপ্রিম কোর্ট ত্রিপুরার আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় নির্দেশ দিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here