একই উচ্চতায় ২ ইন্ডিগোর বিমান, চালকের তৎপরতায় সংঘর্ষ বাঁচল

0

Last Updated on January 19, 2022 10:40 PM by Khabar365Din

৩৬৫ দিন। মাঝ আকাশে প্রায় মুখোমুখি বেঙ্গালুরু বিমানবন্দর থেকে ছাড়া কলকাতা এবং ভুবনেশ্বর গামী বিমান। পাইলটদের তৎপরতায় অল্পের জন‍্য রক্ষা। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ সূত্রে খবর, ঘটনাটি ঘটে ৯ জানুয়ারি। বেঙ্গালুরু বিমানবন্দর থেকে পাঁচ মিনিটের ব‍্যবধানে রওনা দেয় বেঙ্গালুরু-কলকাতা ৬-ই৪৫৫ এবং বেঙ্গালুরু-ভুবনেশ্বর ৬-ই২৪৬। কিন্তু কিছুক্ষণের মধ‍্যে দুটি বিমানই একই উচ্চতায় চলে আসে। প্রায় মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। মাত্র কয়েক সেকেন্ডের হেরফেরে এড়ানো যায় বড় বিপর্যয়। পাইলকদের তৎপরতায় প্রাণ বাঁচে ইন্ডিগোর দুই বিমানের প্রায় ৪০০ যাত্রীর। আশ্চর্যের বিষয় হল, এমন ঘটনা ঘটলে তা নিয়মমত সংশ্লিষ্ট বিমানবন্দরের লগবুকে উল্লেখ করতে হয়।

কিন্তু এই ঘটনার কোনও উল্লেখ নেই বেঙ্গালুরু বিমানবন্দরের লগবুকে। এমনকি, এত গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে কিছুই জানায়নি ‘এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। যদিও ডিজিসিএ প্রধান অরুণ কুমার বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।’ বিশেষজ্ঞরা মনে করছেন খুব সম্ভবত বেঙ্গালুরু এটিএসের গাফিলতির জেরে দুটি বিভাগ একই উচ্চতায় চলে এসেছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো যেভাবে এত গুরুত্বপূর্ণ বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তার পেছনে কী রহস্য রয়েছে তা তদন্তে উঠে আসা দরকার। প্রসঙ্গত, চার বছর আগে কলকাতা বিমানবন্দরের আকাশেও বরাতজোরে মুখোমুখি সংঘর্ষ এড়িয়েছিল দু’টি বিমান। সেবার ও দুটি বিমান-ই ছিল ইন্ডিগোর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here