Last Updated on October 10, 2021 12:59 AM by Khabar365Din
৩৬৫দিন । আসলে সবটাই গট আপ। চাপ বাড়ছিল তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে তথা লখিমপুরে মিছিলে গাড়ি চালিয়ে কৃষকদের হত্যা করার প্রধান অভিযুক্ত আশিষ মিশ্র কে ৯ ঘন্টা জেরার নাটক এবং পরে নাম কা ওয়াস্তে লোক দেখানো গ্রেফতার করা হল আশিষকে। এখন প্রশ্ন হল গ্রেফতার তো হল প্রমাণ কে করবে! অন্তত শনিবার তদন্ত এবং জেরার গতি প্রকৃতি দেখে সেই প্রশ্নই বারবার উঠছে। তদন্তকারীরা যাতে প্রবল চাপে থাকেন এবং কোনভাবেই যাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলেকে বিব্রত করতে না পারে তার জন্য পুলিশ লাইনে বসে রইলেন পুলিশ লাইনে বিধায়ক এবং একজন সংসদ। সবকিছু দেখেশুনে প্রাক্তন পুলিশকর্তারা বলছেন যা হয়েছে সবটাই আসলে লোক দেখানো যার বিরুদ্ধে মিছিলে গাড়ি চালিয়ে দেবার মতো গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে যার জেরে ৪ কৃষকসহ ৮ জনের প্রাণ গেছে তাকে পুলিশ সমন পাঠিয়েছে কে পাঠাচ্ছে তিনি পালিয়ে গেলে তাকে খুঁজে বের করা ন্যূনতম চেষ্টাও করছে না এবং সেই অভিযুক্ত আবার বিধায়ক সাংসদদের সঙ্গে নিয়ে এসে আত্মসমর্পণ করছেন, এমন দৃষ্টান্ত বিরল।
এমনটা একমাত্র উত্তরপ্রদেশেই সম্ভব। অনেকে এমন বলছেন তদন্তকারীরা যদি নিরপেক্ষ না হয় তাহলে তাহলে অপরাধপ্রবন করাতো কার্যত অসম্ভব আদালতের তীব্র ভৎসনা যেখানে প্রশাসন এই ধরনের মনোভাব নিয়ে চলে সেখানে মন্ত্রীর বিরুদ্ধে যে কোন রকম কড়া ব্যবস্থা নেয়া হবে না তা পরিষ্কার। নামেই গ্রেফতার হলেন কিছুদিন পর সব শান্ত হলে তথ্য প্রমাণের অভাবে ছাড়াও পেয়ে যাবেন। এদিকে, লখিমপুর কাণ্ডের প্রতিবাদে এবার রেল অবরোধের ডাক দিল সংযুক্ত কিষাণ মোর্চা। সংগঠনের তরফ থেকে অন্যতম নেতা যোগেন্দ্র যাদবকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই টুইট করে জানিয়েছে, লখিমপুর খেরির ঘটনার প্রতিবাদে আগামী ১৮ অক্টোবর রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে। গোটা ভারত জুড়েই রেল অবরোধ করবে সংযুক্ত কিষাণ মোর্চা। এখানেই শেষ নয়, এই হিংসার ঘটনার প্রতিবাদে ১৫ অক্টোবর গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল পোড়াবে কৃষক সংগঠনগুলি।