পূর্ব এভারেস্টে অভূতপূর্ব ঘটনা , মেঘের ধস

0

Last Updated on February 28, 2023 9:16 PM by Khabar365Din

৩৬৫ দিন | তুষার ধসের কথা তো আমরা সবাই শুনেছি | কিন্তু মঙ্গলবার দুপুরে এভারেস্টের পূর্ব প্রান্তে অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয়েছিলেন কিছু পর্বতারোহী | তবে বিপজ্জনক ওই মেঘের ধসে উড়ে গেলো ওখানে উপস্থিত পর্বতারোহীর তাবু | কোনো মতে মাটিতে পরে প্রাণ বাঁচালেন ওই পর্বতারোহীরা | তবে দক্ষিণপূর্ব এশিয়াতে এই ধরণের ঘটনা প্রায় অভূতপূর্ব বলেই মনে করছেন অভিজ্ঞ পর্বতারোহীরা | অতিজাগতিক সুন্দর দেখে যেমন চমকাচ্ছে মানুষ তেমনি ভয়ে শিউরে উঠছেন অনেকে |


ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে রৌদ্রজ্জ্বল দিনে হঠাৎ ফুলে উঠল বিপুল মেঘ যা সাদা রাক্ষস এর মতো ঝড় | নিমেষে যা ঢেকে ফেলল পাহাড়ের বিপুল অংশকে। শেষ পর্যন্ত বৃষ্টি হয়ে ঝড়ে পড়ল হিমশীতল বরফ। ভয়ংকর সুন্দরের এই খেলা এভারেস্টে শৃঙ্গের পূর্ব প্রাচীরে। কয়েকজন দুঃসাহসিক পর্বতারোহী সূত্রে এমনই আশ্চর্য ভিডিও ছড়িয়ে পড়ল সমাজমাধ্যমে । তার ধাক্কায় উড়ে গেলো পর্বতারোহীদের তাবু |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here