Last Updated on September 19, 2021 12:07 AM by Khabar365Din
৩৬৫দিন। যোগীর রাজ্যে তদন্ত করতে গিয়ে আক্রান্ত হতে হলো সিআইডিকে। ভাজপর যুবনেতা যোগেশ বাসনই কে ধরতে উত্তরপ্রদেশের আলিগড়ে যায় সিআইডির একটি দল। তাকে গ্রেফতার করতে গেলে গোয়েন্দাদের উপর চড়াও হয়ে মারধর করা হয় বলে অভিযোগ। সিআইডির গোয়েন্দারা স্থানীয় পুলিশের সহযোগিতা চাইলেও তারা কোনো সহযোগিতা করেনি। যার কারণে ভাজপার গুন্ডাদের হাতে আক্রান্ত হতে হল তাদের। প্রসঙ্গত, ২০১৭ সালে যুব মোর্চার নেতা যোগেশ ঘোষণা করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেটে আনতে পারলে ১১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপরই গোটা ঘটনার তদন্তে নামে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি।
ওই জীবনে তাকে পাকড়াও করতে আলিগড়ের অভিযানে যায় তদন্তকারীরা। সূত্রের খবর, ওই নেতাকে গ্রেফতার করতে গেলে সিআইডির টিম কে ঘিরে ধরে কয়েকশো ভাজপা কর্মী। এমনকি বাংলাদেশ যোগেশের বাড়িতে আটকে রাখা হয়।পুরো ঘটনাটাই ঘটে যোগীর পুলিশের সামনে? কিন্তু পুলিশকে নিষ্ক্রিয় ভূমিকায় দেখা যায়। প্রশ্ন উঠছে কি করে সিআইডির যাওয়ার খবর পেল ভাজপার ওই নেতা ? শেষপর্যন্ত অভিযুক্ত যোগেশ কে গ্রেফতার করতে পারেনি সিআইডি। গোটা ঘটনার কথা অস্বীকার করেছে যোগীর প্রশাসন, তাদের দাবি, উত্তরপ্রদেশের পুলিশ গিয়ে সিআইডিকে উদ্ধার করেছে। কিন্তু তদন্তের স্বার্থে ভিন রাজ্যে গিয়ে কেন হেনস্তার মুখে পড়তে হলো বাংলার সিআইডিকে।সূত্রের খবর, এ বিষয়ে যোগীর প্রশাসনের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথাও ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে।