CAPF Exam: ১৩ ভাষা সহ, বাংলাতেও এবার কেন্দ্রীয় বাহিনীর পরীক্ষা হবে

0

Last Updated on April 15, 2023 8:25 PM by Khabar365Din

৩৬৫ দিন | বাংলার দীর্ঘ দিনের দাবি মেনে নিল কেন্দ্র।নববর্ষের দিন তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এবার থেকে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র পুলিশের পরীক্ষা দেওয়া যাবে বাংলা-সহ ১৩টি আঞ্চলিক ভাষাতে। আগে হিন্দি ও ইংরেজিতেই এই পরীক্ষা দিতে হতো | তার ফলে স্থানীয় অনেক ভালো পরীক্ষার্থীরা শুধুমাত্র এই ভাষার সমস্যার জন্য এই বাহিনীতে যেতে পারতো না | বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে সরব হয়েছিলেন মুখ্যসচিব | শনিবার এই মর্মে বিবৃতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অর্থাৎ দেশের সব প্রান্তের পরীক্ষার্থীরা নিজ নিজ ভাষায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দিতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রকের ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক এই কেন্দ্রীয় বাহিনীর জন্য কনস্টেবল (জেনারেল ডিউটি) পরীক্ষায় হিন্দি, ইংরেজি সহ ১৩টি আঞ্চলিক ভাষা ব্যবহারের অনুমোদন দিয়েছেন।” হিন্দি, ইংরেজি ছাড়া ১৩টি আঞ্চলিক ভাষা হল, বাংলা, অসমিয়া, গুজরাটি, মারাঠি, মালায়ালাম, কন্নড়, তামিল, তেলুগু, ওড়িয়া, উর্দু, পঞ্জাবি, মণিপুরী এবং কোঙ্কানি।


স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মধ্যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ( সি আর পি এফ ), বর্ডার সিকিউরিটি ফোর্স (বি এস এফ ), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সি আই এস এফ ), ইন্দো-তিবেটিয়ান বর্ডার পুলিশ (এই টি বি পি ), সশস্ত্র সীমা বল (এস এস বি ) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এস এস জি ) রয়েছে । অর্থাৎ এই সমস্ত বাহিনীতে নিয়োগের পরীক্ষাতেই বাংলা সহ ১৩টি আঞ্চলিক ভাষা ব্যবহৃত হবে।