Last Updated on September 3, 2020 7:58 PM by Khabar365Din
৩৬৫ দিন: আলিপুরদুয়ারঃ দলের অন্যান্য সদস্যদের সংগে নদী পার হতে পারে নি ৭/৮ মাস বয়সের ছোট্ট হাতির শাবক। তার পরেই দলছুট হয়ে যায় সে। খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জংগলের ভেতর দিয়ে বয়ে যাওয়া রায়ডাক নদী থেকে ওই হাতির শাবককে উদ্ধার করেন বনকর্মীরা। আর তাতেই ঘটে বিপত্তি। হাতির শাবককে উদ্ধার করতে গিয়ে মানুষের ছোয়া পেয়ে যাই হস্তি শাবক। আর সেই কারনে হাতির শাবককে দলে ফিরিয়ে নিতে অস্বিকার মা হাতি। মা হারা হস্তি শাবকটিকে মংগলবারই জলদাপাড়া জাতীয় উদ্যানের পিলখানাতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই জংগলের হাতির শাবককে এখন পোষা হাতিতে তৈরি করা হবে। জলদাপাড়ার অন্যান্য কুনকি হাতিদের তত্বাবধানে এখন বড় হবে মা হারা ৭/৮ মাস বয়সের পুরুষ হাতির বাচ্চা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভংকর সেনগুপ্ত বলেন, ” নদী পার হওয়ার সময় দলছুট হয়ে পড়ে ওই শাবকটি। পালে ফিরিয়ে দিতে না পেরে শাবকটিকে জলদাপাড়া জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।”