Toy Train: বর্ষায় যাত্রী কম, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল দার্জিলিং এর টয় ট্রেন পরিষেবা

0

Last Updated on July 31, 2023 7:18 PM by Khabar365Din

শিলিগুড়ি। যাত্রী শূন্যতার জেরে ফের বাতিল নিউজলপাইগুড়ি দার্জিলিংয়ের মাঝে টয়ট্রেন পরিসেবা। আগামী আরও দুমাস বাতিল থাকছে হেরিটেজ টয়ট্রেন। পূর্বেই দার্জিলিং নিউ জলপাইগুড়ির মাঝে টয়ট্রেন পরিষেবা গত ১লা জুলাই থেকে ১লা আগস্ট পর্যন্ত বাতিলের ঘোষনা করে রেল। আর সেই বাতিলের সময়সীমা আরও দীর্ঘায়িত করলো রেল। পুজোর মুখে টানা দুমাস বন্ধ থাকছে সমতল থেকে পাহাড়গামী খেলনা ট্রেনের নিয়মিত পরিষেবা। পূর্বে দুই দফায় বিজ্ঞপ্তি জারি করে পাহাড়ে জয় গাইড এর সংখ্যায় কাটছাঁট করেছে রেল। আটটি জয় রাইডের এর মধ্যে ঘুম ও দার্জিলিং এর মাঝে বর্তমানে চালু রয়েছে মাত্র চারটি খেলনা ট্রেনের জয় রাইড পরিসেবা। আর এবারে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং এর মাঝে দুটি আপ ডাউন হেরিটেজ টয়ট্রেন পরিষেবা বাতিলের সময়সীমাকে বাড়ানো হলো।

শনিবার রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় আগামী দোসরা আগস্ট থেকে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত এনজিপি থেকে দার্জিলিং অব্দি টয়ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে। পুরোনো বিজ্ঞপ্তিও অনুযায়ী ১লা আগস্ট বাতিল খেলনা ফের ট্র্যাকে ফেরার কথা ছিল। কিন্তু টয়ট্রেনের সফর বাতিলের সময়সীমাকে দীর্ঘয়িত করে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বাতিলের সিদ্ধান্ত রেলের। মূলত যাত্রী না থাকার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে রেল বলেই উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর। বর্ষাকালীন সময়তে এমনিতেই পাহাড়ে পর্যটক আনাগোনা কিছুটা কম। হাতে গোনা পর্যটকদেরই দেখা মেলে এই মরশুমে পাহাড়ে।ক্ষণে ক্ষণে ভারী বৃষ্টিপাতের ভ্রুকুটি।

যার জেরে পূর্বে গোটা মনশুন সিজন অর্থাৎ জুলাই মাসের ২০ তারিখ থেকে ৩০শে আগস্ট পর্যন্ত বন্ধ থাকছে জয় রাইডের চারটি পরিষেবা বলে জানিয়েছে রেল। আর এরমাঝেই নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত হেরিটেজ খেলনা ট্রেনের পরিসেবা বাতিল করা হলো।দার্জিলিং হিম্যালয়‍্যান রেলওয়ে সূত্রের খবর বর্তমানে বিগত এক মাস যাবত টয়ট্রেনের জয় রাইড ও এনজেপি-দার্জিলিংয়ের মাঝে টয়ট্রেন পরিসেবায় যাত্রী মিলছে না। সারা মিলছে না পর্যটকদের। তবে স্টিম ইঞ্জিন ও জ্বালানির সঠিক রক্ষণাবেক্ষনের অভাবে বর্ষা কালে কয়লা চালিত হেরিটেজ টয়ট্রেন যাত্রী নিয়ে পাহাড়ের বাঁক নিতে প্রায়ই বিকল হয়ে পড়ছে। বিকল্প পর্যাপ্ত সংখ্যায় স্টিম ইঞ্জিন না থাকায় সমস্যা বাড়ছে। পুজোর মুখে খেলনা ট্রেনের এই অনিয়মিত পরিষেবা উৎসবের মরশুমে মন্দা বয়ে আনবে বলেই আশঙ্কা করছেন পর্যটন ব্যবসায়ীরা।