দার্জিলিংয়ের জমজমাট এলাকা থেকে উদ্ধার ব্ল্যাক বিয়ার

0

Last Updated on October 19, 2021 12:17 AM by Khabar365Din

৩৬৫দিন। শিলিগুড়ি। অবশেষে শৈল শহরের জনবসতি এলাকা থেকে উদ্ধার হিমালয়ান ব্ল্যাক বিয়ার। জানা গিয়েছে বেশ কিছুদিন যাবৎ দার্জিলিং তিবেতিয়ান রিফিউজি সেন্টার ভিভিএ স্কুল সংলগ্ন এলাকায় একটি কালো ভাল্লুর দেখা মেলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রায়শই এলাকার বাসিন্দারা কালো ভাল্লুর পায়ের ছাপ সহ আবছা দেখতে পান। খবর পেয়েও টানা বেশ কয়েকদিন ধরেই বন দপ্তরের তরফে ওই এলাকা নজর বন্দি করা হয়। টানা দুই সপ্তাহ ধরে হিমালয়ান ব্ল্যাক বিয়ারের সন্ধান চালাচ্ছিলেন বনকর্মীরা।

অবশেষে সোমবার জোড় বাংলোয় বন দপ্তরের তরফে ওই পাতা ফাঁদে ধরা দেন হিমালয়্যান ব্ল্যাক বিয়ার। জোড় বাংলোর রেঞ্জ অফিসার স্বপ্নন হিংমানাঙ জানান বিগত দুই সপ্তাহ ধরে লাগাতার নজরদারি চালানো হয়। এলাকাটি জনবসতিপূর্ণ হওয়ায় বনকর্মীদের দল ২৪ঘন্টা সেখানে মোতায়েন ছিল। এদিন ভাল্লুটিকে এলাকা থেকে উদ্ধার করা হয়। ভাল্লুটির স্বাস্থ্য পর্যবেক্ষনের পর তা বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে। অন্যদিকে বিগত বেশ কয়েকদিন ধরে চাপা আতঙ্কের পর এদিন স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকাবাসীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here