Coochbehar : কোচবিহার জেলা জুড়ে বিজেপি থেকে তৃণমূল শিবিরে ৮০০ পরিবার, চিন্তায় বিজেপি

0

Last Updated on May 17, 2023 7:38 PM by Khabar365Din

রীতিমত ধস বিজেপি শিবিরের। কোচবিহার জেলার চারটি ব্লক মিলিয়ে মোট ৮০০ পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন নেতৃত্বরা।

কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, দীর্ঘদিন থেকেই এই পরিবারগুলো তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখে আসছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কারণেই তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছিল।

বিজেপির বঞ্চনা এবং বিজেপি নেতৃত্বদের অসম্মান জনিত ব্যবহার তাদেরকে তৃণমূল শিবিরে আসতে সাহায্য করেছে। ইতিমধ্যেই দিনহাটা এক নম্বর ব্লক, মেখলিগঞ্জ, চ্যাংড়াবান্ধা, মাথাভাঙ্গা এবং কোচবিহার দুই নাম্বার ব্লকে লাগাতার যোগদান কর্মসূচি চলছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এইভাবে যোগদান চলতে থাকলে পঞ্চায়েত স্তরে পৃথিবীর বিজেপি প্রার্থী খুঁজে পাবে না।

এদিন দিনহাটা সুভাষ ভবনে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করল বিজেপির জেলা কমিটির সদস্য সংকর দেবনাথ। হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদায়ন গুহ এবং দিনারা দুই নাম্বার ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য।

একই সাথে চ্যাংড়াবান্ধাতে প্রায় দেড়শ পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূলের সহ-সভাপতি লক্ষীকান্ত সরকার। সর্বোপরি মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৃত্যুঞ্জয় রায় কয়েকদিন আগেই বিজেপিতে যোগদান করেছিল। প্রায় ২০০ পরিবারকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন।

কুচবিহার দুই নাম্বার ব্লকে লাগাতার যোগদান কর্মসূচি চলছে বলে জানান দুই নাম্বার ব্লক সভাপতি সজল সরকার। এছাড়াও মেখলিগঞ্জ তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রগুলিতেও লাগাতার যোগদান চলছে। কেরালায় নির্বাচনে বিজেপির ভরাডুবির পরে বিজেপির ওপর থেকে এই মোহ ভঙ্গ হচ্ছে মানুষের।

বিশেষ করে কোচবিহারের ক্ষেত্রে বিজেপির একাধিক প্রতিশ্রুতি যেমন নারায়নী ব্যাটেলিয়ান, বেশ কিছু ফ্লাইওভার যা এখনো পর্যন্ত পূরণ হয়নি। তাছাড়া ১০০ দিনের কাজের টাকা না পেয়েও মানুষ ক্ষুব্ধ। পঞ্চায়েত নির্বাচনের আগে বিরতি শিবিরের ঠিক কতজন সদস্য থাকবে এটাই এখন দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here