Last Updated on June 29, 2022 1:31 PM by Khabar365Din
৩৬৫ দিন। মঙ্গলবার বক্সিরহাট থানার অন্তরগত সূর্য্যসংঘ মোর এলাকার ঘটনা। এদিন,বক্সিরহাট- শালডাঙ্গা রাজ্য সড়ক ধরে চলার সময় চিতাবাঘ দেখতে পাওয়ার দাবি স্থানীয় বাসিন্দাদের। ঘটনার খবর পেয়ে পায়ের ছাপের নমুকা সংগ্রহ করে আটিয়া মোচড় বনদপ্তরের কর্মীরা। পায়ের ছাপ দেখতে ভিড় জমান এলাকার মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। যদিও এইসব এলাকায় অতীতে বাঘ বেরনোর তেমন কোনো নজির নেই।
বনদপ্তর সূত্রের খবর যেগুলিকে পায়ের ছাপ বলে এলাকার সাধারণ বাসিন্দারা দাবি করছেন সেগুলি খতিয়ে দেখা হচ্ছে তবে সেগুলি বাঘের পায়ের ছাপ কিনা তা এখনো স্পষ্ট নয়। মনে করা হচ্ছে অন্য কোন বন্য জন্তুর পায়ের ছাপ হয়ে থাকতে পারে তবে কোনো রকম ঝুঁকি না নিয়ে এলাকায় বনকর্মীদের মোতায়েন করা হয়েছে পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দেয়া হচ্ছে একইসঙ্গে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছে বনদপ্তর।