Last Updated on June 30, 2022 12:16 PM by Khabar365Din
৩৬৫ দিন। পণ্যবাহী লরি এবং মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের। এই দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই পণ্যবাহী লরিতে আগুন ধরে যায়। সেই আগুনে পুরো লরিটি পুড়ে ছাই হয়ে যায়। পরে মালদা শহর থেকে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ডুমুরতলা এলাকার মালদা – নালাগোলা রাজ্য সড়কে। এই দুর্ঘটনার পর তদন্তে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ। ঘাতক লরি এবং দুমড়ে মুচরে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে তদন্তকারী পুলিশকর্তারা। লরির চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ওই স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নয়ন মন্ডল (২০)। তার বাড়ি হবিবপুর থানার আকতয়েল এলাকায়। ডুমুরতলা এলাকার রাজ্য দিয়ে পণ্য বোঝাই লরি দুপুরের দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে মোটরবাইকটি মালদা শহরের দিকে আসছিল। ডুমুরতলা এলাকার রাজ্য সড়কের কাছে আচমকাই রাস্তায় ডিভাইডার থাকাতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি লরি চাকার তলায় ঢুকে যায়। বিকট আওয়াজের পর মোটর বাইকের পেট্রোল থেকে লরিতে আগুন ধরে যায় । আশেপাশের লোকজন এসে জখম মোটর বাইক চালককে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে যায়। কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর দাও দাও করে জ্বলতে থাকে লরিটি। বেশ কিছুক্ষণের জন্য ওই রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এবং দমকল কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।