Toy Train: কার্শিয়াংয়ের কাছে উল্টে গেল টয়ট্রেনের স্টিম ইঞ্জিন

0

Last Updated on February 24, 2023 11:37 PM by Khabar365Din

শিলিগুড়ি। মাঝ রাস্তায় ফের ছন্দ কাটলো খেলনা ট্রেনের। পাহাড়ের চড়াইয়ে কার্শিয়াংয়ের কাছে উল্টে গেলো টয়ট্রেনের স্টিম ইঞ্জিন। গোটা স্টিম ইঞ্জিনটি রাস্তার ওপর উল্টে যাওয়াকে কেন্দ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ওই ট্রেনে কোনো যাত্রী ছিল না। শুক্রবার সকাল ১১.৪০নাগাদ লাইনচ্যুত হয়ে কার্শিয়াংয়ের কাছে ৫২/৩কিমি এলাকায় খেলনা ট্রেনের যাত্রী শূন্য কামরা নিয়ে আসা স্টিম চালিত ইঞ্জিনটি উল্টে যায়। প্রায় এক ঘণ্টা পর তিনধরিয়া ওয়ার্কশপ থেকে ব্রেক ডাউন ভ্যান এবং কার্শিয়াঙ থেকে ক্রেন এনে ক্রেনের সাহায্যে ইঞ্জিনটিকে তোলা সম্ভব হয়। গোটা ইঞ্জিনটি একেবারে উল্টে রাস্তার ওপর কাঁত হয়ে পড়ায় কাশিয়াঙগামী জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। রেলের তরফে জানা গিয়েছে শুক্রবার দার্জিলিং থেকে তিন ধরিয়া ওয়ার্কশপের উদ্দেশ্যে মেরামতির কাজের জন্য যাত্রী শূন্য রেক নিয়ে আসছিল স্টিম ইঞ্জিনটি। সে সময় লাইনচ্যুত হয়ে ঘটনাটি ঘটে।

উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান- ওই ইঞ্জিনটি ডেড ইঞ্জিন, মেরামতির কাজের জন্য দার্জিলিং থেকে তিন ধরিয়া ওয়ার্কশপে নিয়ে আসা হচ্ছিল। ইঞ্জিনের সঙ্গে ছিল ফাঁকা কোচ। কার্শিয়াংয়ের কাছে লাইনচ্যুত হয়ে যাওয়ার ঘটনার পরই তৎক্ষণাৎ পৌঁছায় তিন ধরিয়া থেকে একটি ব্রেকডাউন ভ্যান। কিছুক্ষণের মধ্যেই তিন ধরিয়া ওয়ার্কশপের রেলের কারিগরি কর্মীদের চেষ্টায় ইঞ্জিনটিকে লাইনে ফেরানো হয়েছে। ঘটনায় কেউ আহত হয়নি। তিনি বলেন এটা ঠিক কিছুটা সময়ের জন্য সাময়িক যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে ডিএইচআর সূত্রে জানা গিয়েছে মেরামতির জন্য একটি ডিজেল লোকইঞ্জিনে ওই ডেড স্টিম ইঞ্জিন ও একটি ফাঁকা কোচ রেকে টেনে নিয়ে আসা হচ্ছিল। ডিজেল চালিত লোক ইঞ্জিনটির পর একটি ফাঁকা কোচ ও তার পর স্টিম ইঞ্জিনটি ছিল। মূলত রেলের কারিগরী কর্মীদের মত ডিজেল চালিত লোকোতে কোচ টানা হলেও অপেক্ষাকৃত ভারী স্টিম ইঞ্জিনটিকে টেনে আনার ক্ষেত্রেই সমস্যা তৈরি হয় যার জেরেই এই গোলযোগ।


যদিও চালক ও সহকারী চালক কারও কোনও ক্ষতি হয়নি। তিনধরিয়া দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ওয়ার্কশপ থেকে একটি ব্রেক ডাউন ভ্যান নিয়ে পৌছায়
রেলের কারিগরি কর্মীরা। তবে তাতেও ইঞ্জিনটিকে লাইনে ফেরানো সম্ভব হয়না। এরপর কার্শিয়াং থেকে ক্রেন নামানো হয়। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় ক্রেনের সাহায্যে ইঞ্জিনটিকে তোলা সম্ভব হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here