জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত চালু হতে চলেছে তৃতীয় বন্দে ভারত

0

Last Updated on February 18, 2023 2:24 PM by Khabar365Din

৩৬৫ দিন | কলকাতা থেকে জলপাইগুড়ি, পুরীর পর এবার নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস পেতে পারে রাজ্য । জলপাইগুড়ি রোড স্টেশন পরিদর্শনে এসে এমনই আশ্বাস দিলেন উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অনশুল গুপ্তা। পরিকাঠামো কি হবে তা খতিয়ে দেখতে এদিন তিনি খোঁজ নেন গুয়াহাটি স্টেশন এর যাত্রী প্রতিক্ষালয়-সহ গোটা স্টেশন চত্বর এর হালেরও । স্টেশন চত্বরের বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি নতুন কী কী পরিকল্পনা নেওয়া হচ্ছে তা নিয়ে তিনি কথা বলেন জলপাইগুড়ি রোড স্টেশনের অফিসার‌দের সঙ্গে।


রেল বাজেটে এবার জলপাইগুড়ি রোড স্টেশনের সংস্কার করা হবে প্রস্তাব ছিল ।এইসব সংস্কারের জন্য জলপাইগুড়ি জেলার মোট সাতটি স্টেশন রয়েছে বলে জানা গিয়েছে। সবগুলো স্টেশন পরিদর্শন করে কাজের রূপরেখা তৈরি করতেই অনশুল এর এই এই পরিদর্শন বলে মনে করা হচ্ছে। রেল সূত্রে জানা গিয়েছে, রেল দফতরের কাছে আবেদন রাখা হয়েছে নিউ জলপাইগুড়ি তথা এনজিপি থেকে গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালানোর জন্য।এ ছাড়াও অনশুল জানান এনজেপি স্টেশনের মতোই অত‍্যাধুনিক নতুন ভবন গড়ে তোলা হবে জলপাইগুড়িতেও। কম বাজেটের হোটেলও হবে। দার্জিলিং মেল ট্রেন হলদিবাড়ি থেকে বন্ধ করা হচ্ছে না। বরং আরও নতুন ট্রেন চালু করার চেষ্টা চলছে।


এদিন রেলের তরফে জানানো হয়েছে আগামী মার্চ মাসের মধ্যে এনজেপি থেকে মালদহ স্টেশন পর্যন্ত ১৩০ কিলোমিটার গতিতে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। তাই এই রুটে রেলওয়ে ট্র‍্যাকের আপগ্রেডেশনের কাজ চলছে। মার্চের মধ্যে কাজ শেষ হয়ে গেলেই গতি তুলবে বন্দে ভারত।এখন রাজ্যে চলা বন্দে ভারতের গড় গতি ৮০ কিমির কাছাকাছি থাকে | এই জলপাইগুড়ি গুয়াহাটি রুট উত্তরবঙ্গ ও উত্তরপূর্বের রাজ্যের যাত্রীদের কাছে যথেষ্ট আকর্ষণীয় হবে বলেই রেলের সমীক্ষায় উঠে এসেছে | এছাড়াও বিমানের বিকল্প হয় উঠতে পারে এই রুট | ফলে এই রুটে বন্দে চলা নিয়ে যথেষ্টই উচ্ছসিত যাত্রীরা | তাই পরিকাঠামো তৈরী করতে ইতিমধ্যেই যাত্রী সুবিধার্থে জলপাইগুড়ি রোড স্টেশনে বসানো হচ্ছে ফুডকোর্ট। এনজেপি স্টেশনের পাশাপাশি জলপাইগুড়ি রোড ও টাউন স্টেশন-সহ আরও পাঁচটি স্টেশনের অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে পরিকাঠামো উন্নয়ন করা হবে বলে জানান অনশুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here