৩৬৫ দিন। বর্ধমান। মহিলার শ্লীলতাহানি ও তাঁকে খুনের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম রাজু রাউত।
বর্ধমান শহরের ভাতচালা এলাকায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, বর্ধমান শহরের ২ নম্বর আফতাব অ্যাভিনিউয়ে মহিলার বাড়ি। ওয়ারিশান সূত্রে পাওয়া বাবার বাড়িতে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করছেন। বেশ কিছুদিন ধরে রাজু সহ কয়েকজন তাঁর উপর নানাভাবে মানসিক নির্যাতন চালাচ্ছে।
গত ১৫ মে বিকেলে তাঁর উপর হামলা চালানো হয়। লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। রাস্তা দিয়ে যাতায়াত করা লোকজন তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভির্ত করেন। ঘটনার কথা তিনি থানায় ও এসপিকে জানান।
পরে বর্ধমান সিজেএম আদালতে মামলা করেন তিনি। সিজেএম কেস রুজু করে তদন্তের জন্য থানাকে নির্দেশ দেন। শুক্রবার সকালে বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়।
মিথ্যা মামলায় ফাঁসানোর কথা বলে জামিন চান ধৃতের আইনজীবী। ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।