৩৬৫দিন। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের বড়জাম শোলা এলাকায় শ্রীকান্ত পইড়া নামে এক গৃহস্থের বাড়ি থেকে বিরল প্রজাতির ক্যামেলিয়ান উদ্ধার হয়।ওই বিরল প্রজাতির ক্যামেলিয়ানকে দেখার জন্য এলাকার বহু মানুষজন ভিড় জমিয়েছিল ।তবে গ্রামবাসীরা বিষয়টি বন দপ্তরেকে জানায়।
ক্যামেলিয়নটিকে উদ্ধার করে একটি খাঁচার মধ্যে রাখা হয় । বনদপ্তরের পক্ষ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ক্যামেলিয়ন টি কে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। বনদফতর এর পক্ষ থেকে জানানো হয় যে ক্যামেলিয়ন টিকে সুস্থ করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বিরল প্রজাতির উদ্ধার হওয়া ক্যামিলিয়ানটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়ায় ওই পরিবারের সকল সদস্যকে বন দফতর এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।