Last Updated on June 19, 2022 7:11 PM by Khabar365Din
৩৬৫ দিন। অবস্থায় অ্যাপ ক্যাবের এক চালককে আচমকাই বেধড়ক মারধর করেন জনৈক যাত্রী। এই ঘটনার পর হাওড়ার বালিতে সব চালক ইউনিয়নের সদস্যরা মিলে বিক্ষোভ দেখান।লিখিত অভিযোগ দায়ের করা হয় বালি থানায়। অভিযোগ পেয়েই ব্যবস্থা নেয় পুলিশ। অভিযুক্ত যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, অ্যাপ ক্যাবের চালক সুবীর দাসকে বেধড়ক মারধরের প্রতিবাদে শনিবার চালকদের বিক্ষোভ হয় বালিতে।
অভিযোগ, এদিন ভোররাতে রাহুল জয়সোয়াল নামের এক যাত্রীকে উত্তর কলকাতার দর্জিপাড়া থেকে গাড়িতে তুলে বালির দেওয়ানগাজী রোডের বাড়িতে নামান সুবীরবাবু। সেখানে অপ্রকৃতস্থ অবস্থায় ওই যাত্রী আচমকাই হামলা চালায় চালক সুবীরবাবুর উপর। তাঁর মাথায় ও হাতে গুরুতর চোট লাগে।
খবর পেয়ে চালকের উপর আক্রমণের বিহিত চাইতে সবকটি চালক ইউনিয়নের শতাধিক সদস্য এদিন হাজির হন বালির ঘটনাস্থলে।
এরপর বালি থানাতেও যান তাঁরা। লিখিত অভিযোগ জানানো হয় যাত্রী রাহুল জয়সোয়ালের বিরুদ্ধে। অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ। রাহুল জয়সোয়ালকে গ্রেপ্তার করা হয়।