Last Updated on November 6, 2022 8:12 PM by Khabar365Din
৩৬৫ দিন। অধিকারী পরিবারের দুর্নীতি যোগ ক্রমশ স্পষ্ট হচ্ছে। এবার শ্মশানে স্টল দুর্নীতিতে গ্রেফতার শুভেন্দুর ভাই সৌমেন্দু ঘনিষ্ঠ ভাজপা নেতা রামচন্দ্র পাণ্ডা। শুক্রবার সন্ধ্যায় রামচন্দ্রকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের দাবি, স্টল দুর্নীতিতে সরাসরি যোগ রয়েছে বিজেপির কাঁথি নগর মন্ডলের সাধারন সম্পাদক রামচন্দ্র’র। কোটি কোটি টাকার দুর্নীতিতে জড়িত সে। তৎকালীন কাঁথি রাঙামাটির শ্মশান স্টল নির্মাণের ঠিকাদার ছিলেন তিনি। স্টল নির্মাণ নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছিল। ইতিমধ্যেই স্টল দুর্নীতির তদন্তে কয়েক দফা পুলিশ সৌমেন্দুকে জেরা করে এবার রামচন্দ্রের গ্রেফতারির ফলে আরও চাপ বাড়ল কাঁথির প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, রামচন্দ্র একনিষ্ঠ সৌমেন্দু ঘনিষ্ঠ।
২০১৯ -এর ইংল্যাণ্ডে বিশ্বকাপ খেলা দেখতে গিয়েছিলেন তিনি। আর তাঁর সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী, বর্তমান কাউন্সিলর আলেম আলি খান, প্রাক্তন কাউন্সিলর জাভেদ আখতার সহ অন্যান্যরা। তৎকালীন অধিকারী পরিবারের আমলে ঘনিষ্ঠ থাকার কারণে একাধিক ঠিকাদারী কাজও পেয়েছিলেন তিনি।
বস্তুত, কাঁথি পুরসভা নির্বাচনে ১৫ নং ওয়ার্ড়ে বিজেপি প্রার্থী হয়েছিলেন রামচন্দ্র পণ্ডার স্ত্রী শিউলি পণ্ডা। যদিও নির্বাচনে পরাজিত হয়েছিলেন তিনি।