দিঘায় উঠল জ্যান্ত ইলিশ ছবি তুলতে হুড়োহুড়ি পর্যটকদের

0

Last Updated on December 17, 2021 9:03 PM by Khabar365Din

৩৬৫ দিন। গত বছর দিঘায় তেমন ভাবে ইলিশের দেখা মেলেনি। চলতি বছরে পরিস্থিতি কিছুটা বদলালেও প্রত‍্যাশা পূরণ হয়নি। কিন্তু শুক্রবার দিঘায় দেখা মিলল বহু প্রতিক্ষিত ইলিশের তাও আবার জ‍্যান্ত। স্বাভাবিকভাবেই জ‍্যান্ত ইলিশ দেখতে সাত সকালে ভিড় করেন বহু পর্যটক।

ছবি তোলার ধুম পড়ে যায়। অনেককে আবার দেখা যায় জ‍্যান্ত ইলিশ হাতে নিয়ে বা মুখের কাছে ধরে সেলফি তুলতে। শেষ পর্যন্ত এক পর্যটক জোড়া জ‍্যান্ত ইলিশ বেশ কয়েকশো টাকায় কিনে নেন। কলকাতা থেকে বেড়াতে আসা এক পর্যটক ঋতুশ্রী পণ্ডা বলেন ” আমরা কোনদিন জ্যান্ত ইলিশ চোখে দেখিনি। এই প্রথম জ্যান্ত ইলিশ চোখে দেখলাম। ক্যামেরা বন্দি করে রেখেছি। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের দেখাবো। দিঘা বেড়াতে আসা কার্যত সফল হলো বলে মনে করছি “। মৎস‍্যজীবীরা অবশ‍্য বলছেন, আগেও জালে জ‍্যান্ত ইলিশ উঠেছে তবে পাড়ে আনতে আনতে সেগুলি মরে যায়। এবার দুটি ইলিশ জীবিত ছিল। ওজনে খুব বড়ো ছিল না। যেহেতু জ‍্যান্ত ইলিশ দেখা যায় না তাই পর্যটকদের অনেকে অত‍্যুৎসাহী হয়ে পড়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here