Last Updated on January 26, 2022 3:54 PM by Khabar365Din
৩৬৫ দিন। দুর্গাপুরের ফরিদপুর ব্লকের মাধাইপুর খোলামুখ খনিতে অবৈধ উপায়ে কয়লা তোলার সময় ধ্বস নেমে মৃত্যু হল একই পরিবারের চারজনের। আশঙ্কাজনক আরও এক।
সাধারণ তন্ত্র দিবসের সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইপুর খোলামুখ খনিতে। মৃত চারজন একই পরিবারের। মৃত চারজনের নাম শ্যামল বাউরি (50 বছর),পিঙ্কি বাউরি(২৩ বছর) নটবর বাউরি (২৭ বছর)ও আন্না বাউরী(৩০ বছর) ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী,অন্ডালের আচপ(অন্ডাল,ফরিদপুর, পান্ডবেশ্বর) তাহের আনোয়ার ও আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পুর্ব)অভিষেক গুপ্তা।
বেশ কিছুক্ষণ ধরে ইসিএলের ডিজাস্টার ম্যানেজমেন্ট ও পুলিশের পক্ষ থেকে উদ্ধারকার্য চলানোর পর উদ্ধার হয় দেহ। ১জনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মৃতদের পরিবারের পাশে ও ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।এরা এই সামান্য কয়লা তুলেই দিন গুজরান করত বলে দাবি এলাকার বাসিন্দাদের।