Last Updated on June 30, 2022 12:20 PM by Khabar365Din
৩৬৫ দিন|বুধবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বাসস্ট্যান্ডে গুরুচাঁদ ঠাকুরের মূর্তি উন্মোচন করেন প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রর বিধায়ক পরেশরাম দাস,জেলা পরিষদের সদস্য সুশীল সরদার, মাতলা-২ প্রধান উত্তম দাস প্রমূখ।এদিন প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর বলেন ভারতের কেন্দ্রে সরকার শিক্ষায় বঞ্চিত করছে।
বিদ্যাসাগর ৩৪টি স্কুল করে বিদ্যাসাগর হয়েছেন ।কিন্তু অখণ্ড ভারতে হরিচাঁদ ঠাকুর তিন হাজারেরও বেশি স্কুল করেও কোন সম্মান পায়নি এমনি অভিযোগ করেন।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে হরি গুরুচাঁদ বিশ্ব বিদ্যালয় করছে।এদিন তিনি ক্যানিং থেকে ঝড়খালি যায়।সেখানে একটি গুরুচাঁদ ঠাকুরের মূর্তি উন্মোচন করেন।এদিন সাধারণ মানুষজনের ভিড় ছিল চোখে পড়ার।সমগ্র অনুষ্ঠানের আয়োজন করেন ঘুটিয়ারি শরিফ রবীন্দ্র পল্লী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।