বীরভূমে ভাসলো সতীপীঠ কঙ্কালীতলা

0

Last Updated on July 30, 2021 11:32 PM by Khabar365Din

৩৬৫ দিন৷ ভাসছে সতীপীঠ কঙ্কালীতলা। বীরভূমের এই সতীপীঠে বৃহস্পতিবার রাত থেকেই জল ঢুকতে শুরু করে। শুক্রবার পরিস্থিতির আরও অবনতি হয়। কার্যত গোটা মন্দির চত্বর জলের তলায় চলে যায়। ৩৬ ঘণ্টার টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো। সবচেয়ে খারাপ অবস্থা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার। এই তিন জেলায় কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক নদীর জল স্তর বেড়ে গিয়ে নিচু এলাকা প্লাবিত হয়েছে নদীগর্ভে তলিয়ে গিয়েছে চাষ জমি। হাওড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের জমা জলের চরম বিপত্তি হাওড়া স্টেশন থেকে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার এবং লোকাল ট্রেন।

ঝাড়গ্রাম

নিম্নচাপের ফলে এক টানা ভারী বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় নদীতে জল বাড়ছে। ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের শিলদা বাজার এলাকা শুক্রবার সকালে জলে ডুবে যায়। শিলদা বাজার সংলগ্ন এলাকায় থাকা রাজার বাঁধটি জলে ডুবে । বেশকিছু বাড়িতে
ও জল ঢুকে পড়েছে । শিলদার পাশেই থাকা তারাফেনী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ডুলুং নদীর জল বাড়ায় জামবনির চিলকিগড়ে কজওয়ের উপর দিয়ে বইচ্ছে জল ঝাড়গ্রামের সাথে গিধনীর যোগাযোগ বিচ্ছিন্ন।

পশ্চিম মেদিনীপুর

টানা প্রবল বর্ষণে পশ্চিম মেদিনীপুর জেলায় কার্যত বন্যা পরিস্থিতি। কেশপুর, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, সবং এ বেশ কিছু মাটির বাড়ি জলের তোড়ে ভেঙে পড়েছে। শিলাবতী নদীর বাঁধ ৫ টি স্থানে ভেঙে জল ঢুকছে গ্রামগুলিতে। দাসপুরের রাই কুন্ডু, যাদবনগর, নাড়াজল এবং চন্দ্রকোনায় যদুপুর, আকতকোলা য় নদী বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে গ্রাম গুলিতে। চন্দ্রকোনা দুই ব্লকের বান্দিপুর গ্রাম পঞ্চায়েতের ভোতা খালি এলাকায় বন্যার জলে প্লাবিত গ্রাম গুলির বাসিন্দাদের উদ্ধার করার জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তর এর কর্মীদের নামানো হয়েছে।

বীরভূম

লাগাতার বৃষ্টিতে ফুঁসছে বীরভূমের একাধিক নদী। ইতিমধ্যে কোপাই নদীর জলে ডুবে গেছে কোপাই সেতু। বোলপুর মহকুমার বিস্তীর্ণ এলাকাজুড়ে জলে প্লাবিত হয়েছে গ্রাম অঞ্চলের ছোট ছোট কজওয়ে।

পশ্চিম বর্ধমান

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালেও প্রবল বৃষ্টির জেরে টুমনি নদীর জল বাড়ায় ডুবল ভাসাপুল।কাঁকসা ব্লকের শিবপুরের ভাসাপুল শুক্রবার জলের তলায়। বৃহস্পতিবার রাত থেকে প্রচন্ড বৃষ্টিপাত হতে থাকে। জল বাড়তে থাকে টুমনি নদীতে। শুক্রবার সকালেই জলের তোড়ে ভেসে গেল ভাসপুল।

হাওড়া

জল যন্ত্রণা অব্যাহত হাওড়ায়। কারশেড জলমগ্ন। বাতিল ট্রেনও। বেলুড়ের সড়কে যাত্রী নিয়ে চলছে বোট। হাসপাতালেও ঢুকেছে জল। গত দুখদিনের বৃষ্টিতে এমনই ছবি হাওড়ার।বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ এবং সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সারাদিন প্রবল বর্ষণ হয়। এর জেরে হাওড়া কার্যত বানভাসি চেহারা নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here