Last Updated on June 16, 2022 6:46 PM by Khabar365Din
৩৬৫দিন। অনলাইন সংস্থার বিজ্ঞাপন দেখে হেলমেট কিনে প্রতারিত হলেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উলুবেড়িয়া শাখার এক কর্মী। কর্মীর নাম সমীর কোলে। অনলাইন সংস্থা তার হেলমেট পরিবর্তন বা টাকা ফেরত না দিলে আদালতের দ্বারস্থ হুঁশিয়ারি দিয়েছেন ব্যাংক কর্মী।
জানা গেছে একটি অনলাইন সংস্থার বিজ্ঞাপন দেখে গত সপ্তাহে ওই ব্যাংক কমী ৪৯৫ টাকা দামের দুটি নতুন হেলমেট এর অর্ডার দেন ওই সংস্থাকে। অর্ডার মতো সোমবার বিকেলে সংস্থার তরফে ডেলিভারি বয় ব্যাংকে পার্সেল দিয়ে যায়। সমীর বলে অভিযোগ করেন পার্সেল খুলে আমি লক্ষ্য করি দুটি পুরাতন ও ভাঙ্গা হেলমেট আমাকে পাঠানো হয়েছে।
তিনি জানান বিষয়টি ভজরে আসার পরেই আমি ডেলিভারি বয়কে ফোনে বিষয়টি জানাই এবং পার্সেল ফেরত নিয়ে যাওয়ার কথা বলি। যদিও তারপর থেকে কই ডেলিভারি বয় আমার সাথে আর কোন যোগাযোগ রাখছে না বলে দাবি করেন সমীর কোলে।
তিনি জানান এর আগেও ওই সংস্থা থেকে আমি কিছু নতুন জিনিস কিনে ছিলাম। এবং সেই মতো আবার দুটো হেলমেটের অর্ডার দিয়েছিলাম। অনলাইন সংস্থা তার সঙ্গে যোগাযোগ না করলে তিনি আইনের দ্বারস্থ হবেন বলে জানান সমীর কোলে।