রথের আগেই জগন্নাথ বলরাম সুভ্রদা সাজে সেজে উঠল ৩ মডেল

0

৩৬৫ দিন। রথের আগে ৩ মডেল কে জগন্নাথ বলরাম সুভদ্রার অপূর্ব সাজে সাজিয়ে তুললেন বাগনানের বাঁটুল গ্রামের মেকআপ শিল্পী সুশান্ত দাস। রথযাত্রা উৎসবের আগে সুশান্তর এই শিল্প নৈপুণ্য ইতিমধ্যে সাড়া ফেলেছে গোটা এলাকায়। ছোটবেলা থেকেই আকার উপর ঝোঁক ছিল সুশান্তর।

পরবর্তী সময় আকার পাশাপাশি নতুন কিছু করে দেখানোর টানে মেকআপ শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার নেশা চাপে বাগনানের বাসিন্দা এই যুবকের মাথায়। দেবী স্বরসতী দুর্গা কালীর সাজে মডেলদের সাজিয়ে তোলার পর এবার রথযাত্রার আগে জগন্নাথ বলরাম সুভদ্রা সাজে সাজিয়ে তুললেন তিন মডেলকে।

সুশান্ত দাস জানান প্রতিবারই নতুন কিছু করে দেখানোর ইচ্ছা থাকে। আর সেই তাগিদেই এবার সঙ্গী হিমাত্রি মান্নাকে নিয়ে ৮ ঘন্টা পরিশ্রমে  তিনজনকে এই সাজে সাজিয়ে তুললাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here