Last Updated on June 25, 2022 5:34 PM by Khabar365Din
৩৬৫ দিন। কালো মেঘের ঘনঘটায় বর্ষা প্রবেশের পর কার্যত শহরের আকাশ থেকে মেঘ চুরি। যা রয়েছে, তাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি। যদিও, ভারী বৃষ্টি না হলেও নিরাশ হয়নি জেলার মানুষ।আলিপুর আবহাওয়া দফতরের খবর, আগামী ৫ দিনে কলকাতায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা।কলকাতায় মোটের উপর তাপমাত্রা কিছুটা কম থাকবে।
তবে আপেক্ষিক আর্দ্রতার কারণে বজায় থাকবে অস্বস্তি। একই অবস্থা বজায় থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সেখানেও। গতকাল কলকাতায় সেভাবে বৃষ্টি না হলেও হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় দফতর। সেই মত বিভিন্ন জেলাতে বৃষ্টিও শুরু হয়। মৌসম ভবনের খবর, বৃষ্টি হবে কর্ণাটক, গোয়া, কেরল, মধ্য মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ুতে।
ভারী বৃষ্টি হবে গোয়া, গুজরাত, কর্ণাটকের উপকূল অঞ্চলে, কেরল, অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, ত্রিপুরা। বৃষ্টি না হওয়ার কারণ জানিয়ে আবহাওয়াবিদরা বলেন, এখন সক্রিয় নয় মৌসুমী বায়ু।
কারণ, প্রয়োজনীয় অক্ষরেখা, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ কোনকিছুই নেই সাগরে। ফলে, মৌসুমী বায়ু সক্রিয় ভূমিকা নেওয়ার উপাদানের যথেষ্ট অভাব রয়েছে। ফলে, আগামী ৫ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। টানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরেও ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ।
এর আগে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতায় সহ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, সুন্দরবন এলাকা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, জেলায়।