Last Updated on July 14, 2022 8:17 PM by Khabar365Din
৩৬৫ দিন। শহর জুড়ে দিনভর বিচ্ছিন্ন বৃষ্টি। রৌদ্র-মেঘের অস্বস্তি। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিই প্রাপ্তি। আগামী ৫ দিনের পূর্বাভাস দিয়ে আলিপুরের আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, বজ্রবিদ্যুত সহ বৃষ্টি চলবেই। তবে, বৃষ্টির স্থায়িত্ব হবে ১০ মিনিট থেকে আধ ঘণ্টা পর্যন্ত। বিক্ষিপ্ত বৃষ্টির কারণেই কলকাতায় তাপমাত্রা নামল কিছুটা।
দফতরের তথ্য অনুযায়ী, গতকাল আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গত ২৪ ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ৮.৮ মিমি। আজ, মূলত আংশিক মেঘলা আকাশ। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ এবং ২৭ ডিগ্রির কাছাকাছি।গতকাল, কলকাতা ছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম জেলায়।
দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানান, রাজ্যে মৌসুমী বায়ু দুর্বল। এখন গোটা রাজ্যেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হবে। তাপমাত্রা খুব একটা কমবে না। ফলে, অস্বস্তি থাকবে।এদিকে, নিম্নচাপ শূন্য জুনের পর জুলাইয়ে কিছুটা হলেও আশা জুগিয়েছিল বাংলাদেশ উপকূলের ঘূর্ণাবর্ত। বিজ্ঞানীরা জানান, বাংলাদেশ উপকূল থেকে আসা ঘূর্ণাবর্ত শক্তি বাড়িতে পরিণত হবে নিম্নচাপে। তবে, সেটি ওড়িশা এবং ছত্রিশগড়ে থাকায় বাংলায় এর প্রভাব পড়বে না। অর্থাৎ আরও একবার বৃষ্টিহীনতা।
দক্ষিণবঙ্গে বৃষ্টির অভাব প্রায় ৫০ শতাংশ। উত্তরবঙ্গে আবার বিপরীত ছবি। সেখানে স্বাভাবিকের থেকে ৫০ শতাংশ বেশি বৃষ্টি। মৌসম ভবনের খবর, ওড়িশা উপকূলে থাকা ঘূর্ণাবর্ত, নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা, ছত্রিশগর, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক সহ অন্যান্য রাজ্যে। প্রসঙ্গত, জুনের বৃষ্টির অভাব জুলাইতে মেটার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।