Last Updated on June 17, 2022 4:58 PM by Khabar365Din
৩৬৫ দিন। ফের দুর্ঘটনা দ্বিতীয় হুগলী সেতুতে। নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনার বোঝাই ট্রাক ধাক্কা মারল সেতুর ডিভাইডারে। অল্পের জন্য বড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা। হতাহতের খবর নেই।
জানা গেছে, কলকাতার খিদিরপুর থেকে হাওড়ার জঙ্গলপুরে জাতীয় সড়ক যাওয়ার পথে বৃহস্পতিবার দুপুরে কন্টেইনার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ব্রিজের ডিভাইডারে। এতে ট্রাকের চাকা খুলে যায়। পরে কলকাতা পুলিশের তৎপরতায় ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি সরানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয় দ্বিতীয় হুগলী সেতুতে।
এদিকে, ওই দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক জানান, খিদিরপুর থেকে জঙ্গলপুরে মালবোঝাই ট্রাক নিয়ে যাচ্ছিলেন। তখনই গাড়িটির ব্রেক ফেল হয়ে যায়। ব্রেক মারার পর বুঝতে পারেন যে গাড়ির ব্রেক ফেল হয়ে গিয়েছে। এরপর ট্রাকটি ব্রিজের ডিভাইডারে ধাক্কা মারে। যদিও এই দুর্ঘটনায় কোনও হতাহত বা গাড়ির তেমন বড়ো কোনও ক্ষতি হয়নি।