৩৬৫ দিন। মেয়েকে ঝুলতে দেখে মাও গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক মেয়েকে মৃত ঘোষণা করেন। মাকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ঘটনা বর্ধমান থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, মৃতার নাম জয়শ্রী ঘোষ (১৪)। সে বর্ধমান শহরের বিদ্যার্থী গার্লস হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। মৃতের বাবা বিজয় ঘোষ সাংবাদিককে বলেন, ‘কর্মসূত্রে আমি কলকাতায় থাকি। পরিবারে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে।
এরই মধ্যে স্ত্রী ও মেয়ের উপর বাবা ও মা শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। মাঝেমধ্যেই তাদের আত্মহত্যা করার জন্য প্ররোচনা দিত। ঘটনার দিন স্ত্রী বাড়ির বাইরে গিয়েছিল। মেয়ে বাড়িতে একা ছিল। সেই সময় মেয়েকে অশ্রাব্য ভাষায় কথা বলে পরিবারের অন্য সদস্যরা। অপমানিত হয়ে মেয়ে আত্মঘাতী হয়েছে।
ঘটনার বিষয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।’ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।