Last Updated on June 17, 2022 5:06 PM by Khabar365Din
৩৬৫ দিন। বর্ধমান। টোটো চুরির ঘটনায় পুলিস এক যুবককে গ্রেপ্তার করলো। ঘটনা গলসি থানা এলাকায়। ধৃতের নাম শেখ কামালউদ্দিন। বীরভূমের নানুর থানার সাঁতরা গ্রামে তার বাড়ি। পুলিস জানিয়েছে, গলসি স্টেশন এলাকার বাসিন্দা শেখ সাবিরের টোটোটি সপ্তাহ খানেক আগে চুরি হয়ে যায়। তাঁর টোটোটি বাড়ির সামনে রাখা ছিল। সেখান থেকেই সন্ধ্যায় টোটোটি চুরি হয়ে যায়।
মঙ্গলবার সন্ধ্যায় মঙ্গলকোট থানার নতুনহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকেই উদ্ধার হয় টোটোটি। পুলিসের দাবি, ধৃত আরও কয়েকটি টোটো চুরির ঘটনায় জড়িত। তার সঙ্গে আরও কয়েকজন এতে জড়িত। বিভিন্ন থানা এলাকা থেকে টোটো চুরি করে তারা বিক্রি করে দেয়।
বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। চক্রের বাকিদের হদিশ পেতে এবং আরও টোটো উদ্ধারের সম্ভাবনার কথা বলে ধৃতকে ৫ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতের ৩ দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।