Last Updated on October 3, 2020 8:18 PM by Khabar365Din
৩৬৫দিনঃ সোনারপুরের হাসানপুর কেনার ঝিলের পাশে যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। সোনারপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে। জানা গিয়েছে, তার নাম কালিপদ। মদ্যপ অবস্থায় খালপাড়ে পড়ে থেকে তাঁর মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জগদীশপুর সেতু থেকে হাসানপুর পর্যন্ত মাদসার খালপাড় বরাবর প্রতিদিন চলে গাজা সাট্টা কারবার,চলে মদ্যপায়ীদের আড্ডা। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ আসে এবং চলে যায়, তারপরে যথারীতি আবার রাতে মদ্যপানের আসর ও গাঁজার কারবার শুরু হয়। এ নিয়ে পুলিশকে জানানো হলেও কোনো কাজ হয়নি। এলাকার মানুষজন আতংকিত বোধ করছেন। অনেকে বলেন, শুক্রবার রাতে দুই দলের মধ্যে কোন গণ্ডগোল হচ্ছিলো, সবাই মদ্যপ অবস্থায় ছিল। জানা যায়, সোনারপুর ২ পঞ্চায়েত থেকেও সোনারপুর থানাতে কয়েক মাস আগে ডেপুটেশন দেওয়া হয়েছিল, কিন্তু তাতে কোন কাজ হয়নি।যদিও নতুন পুলিশ সুপার কামানাসিস সেন বলেন, আমি বিষয়টি খতিয়ে দেখব।