বিশাল সামুদ্রিক মাছ
ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল

0

Last Updated on September 28, 2020 10:47 PM by Khabar365Din

৩৬৫ দিন। দক্ষিণ ২৪ পরগনার সাগরের প্রত্যন্ত গ্রাম চকফুলডুবি। এই গ্রামেই বাস অশীতিপর পুষ্প করের। পেশা বলতে মাছ ধরা। সারাদিন মাছ ধরে তা বিক্রি করে সাকুল্যে আয় ২০০ থেকে ৩০০ টাকা কখ নাে বা কপালে তাও জোটে না। সবমিলিয়ে এককথায় হত দরিদ্র অবস্থা। সােমবার আচমকাই অপ্রত্যাশিত এক ঘটনায় বদলে গেল পুষ্পর জীবন। এক লাফে ৮০ ছুঁইছুই পুষ্প জীবন সায়াহ্নে এসে লাখপতি! সােমবার ভােরে সমুদ্রের পাড়ে। গিয়েছিলেন পুষ্প। দেখেন সেখানে পড়ে রয়েছে বিশাল আকারের সামুদ্রিক ভােলা মাছ। প্রতিবেশীদের খবর দিয়ে ওই মাছ। নিয়ে আসেন বাড়িতে। আর তারপরই। ভাগ্যের পরিবর্তন। ৫২ কেজি ওজনের ভােলা মাছ নিলাম হয় প্রতি কেজি ৬২০০ টাকা কিলাে দরে। সব মিলিয়ে ভােলার কল্যাণে পুষ্পর ঘরে ঢােকে তিন লক্ষ তিরিশ হাজার দুশাে টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here