৩৬৫ দিন। বর্ধমান। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার দাবি করে এক প্রৌঢ় সহ দু’জনকে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিস। ধৃতদের নাম কুরবান শেখ ও পথিক যশ। বর্ধমান থানার বাজেপ্রতাপপুরে বছর সাতান্নর কুরবানের বাড়ি। অপরজনের বাড়ি মঙ্গলকোট থানার কৈচরে।
পুলিস জানিয়েছে, বুধবার রাতে শক্তিগড় কাট-আউটে জাতীয় সড়কের পাশে একটি নির্জন জায়গায় ৭-৮ জন জড়ো হয়েছিল। খবর পেয়ে সেখানে হানা দিয়ে ওই দু’জনকে ধরা হয়। দলের বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ভোজালি, লোহার রড, ৫টি লাঠি ও নাইলনের দড়ি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি।
গাড়িতে অথবা জাতীয় সড়কের পাশে ধাবায় ডাকাতির পরিকল্পনায় তারা সেখানে জড়ো হয়েছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৩০ জুন ধৃতদের ফের আদালতে পেশের নিের্দশ দেন সিজেএম।