ছ’মাস পর ফুটবল ফিরল কলকাতা ময়দানে

0

Last Updated on August 29, 2020 11:08 AM by Khabar365Din

করণা মহামারীর জন্য প্রায় ৫ মাস কোন রকম খেলা বন্ধ ছিল দেশে। তবে পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছিলেন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে দেখা হবে কবে নাগাদ ময়দানে ফুটবল ফিরতে পারে। ক্রীড়া দফতরের অনুমতি পাওয়া গেছে। অবশেষে সোমবার ২৪ আগস্ট বল গড়ানো শুরু হল ময়দানে। নৈশালোকে নিজেদের মাঠে প্র্যাকটিস করল মোহামেডান স্পোর্টিং। ক্লাবে আগেই স্যানিটাইজার টানেলের ব্যবস্থা করা হয়েছে। দলের পক্ষে বিধায়ক দিপেন্দু বিশ্বাস জানান ক্রীড়াপ্রেমী বাঙালির অন্যতম প্রিয় খেলা কদিন পর শুরু হবে। এখন সবে প্রি সিজন ট্রেনিং করছেন ফুটবলাররা। সব রকম সাবধানতা অবলম্বন করেই শুরু হয়েছে অনুশীলন। রাজ্য ক্রীড়া দফতরের পক্ষ থেকে খুঁটিয়ে দেখা হয়েছে ময়দানে আপাতত প্র্যাকটিস শুরু করা যায় কিনা। তারপরেই মিলেছে সবুজ সংকেত। দ্বিতীয় ডিভিশন আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য মোহামেডানের। কদিন পর বাকি দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ও শুরু করে দেবে অনুশীলন।