Last Updated on August 31, 2020 8:46 PM by Khabar365Din
৩৬৫ দিন। কোর্টে একে অপরের শত্রু হলেও কোর্টের বাইরে তিনজনেই অভিন্নহৃদয় বন্ধু। কিন্তু নতুন প্লেয়ার্স অ্যাসোসিয়েশন গঠন নিয়ে এবার নোভাক জকোভিচের সঙ্গে কোর্টের বাইরের বন্ধুত্বেও চিড় ধরল রাফায়েল নাদাল ও রজার ফেডেরারের। রবিবার মিলাস রাওনিককে হারিয়ে ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পরই রাফায়েল নাদাল ও রজার ফেডেরারের তোপের মুখে পড়লেন সার্বিয়ান টেনিস তারকা। খেলোয়াড়দের জন্য জোকোভিচের নতুন সংস্থা গড়ার প্রস্তাবে সায় দিলেন না নাদালরা। উল্টে অভিযোগ করলেন, এটা করায় খেলোয়াড়দের একতা নষ্ট হবে। এটিপি প্লেয়ার্স কাউন্সিলের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়ে প্রফেশনাল টেনিস প্লেয়ার অ্যাসোসিয়েশন (পিটিপিএ) নামে পুরুষ টেনিস খেলোয়াড়দের জন্য নতুন সংস্থা তৈরি করছেন জোকোভিচ। তাঁর দাবি, নতুন সংস্থা আদৌ কোনও ইউনিয়ন নয়। শুরুতে সেখানে যুগ্ম ভাবে প্রেসিডেন্ট পদে থাকছেন জোকোভিচ ও বাসেক পসপিসিল। রবিবার নিউইয়র্কে ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেন টুর্নামেন্ট শেষ হবার পরই বেশকিছু খেলোয়াড়ের সঙ্গে সভা করেই নতুন সংগঠনের কথা ঘোষণা করেন জোকোভিচ। প্রায় ৪০ জন খেলোয়াড় সেই সভায় উপস্থিত ছিল। সভার শেষে কোর্টে একসঙ্গে দাঁড়িয়ে সকলের ছবিও তুলে পোস্ট করেন জোক। জোকোভিচের উদ্যোগের সরাসরি বিরোধিতা করে নাদাল বলেছেন, গোটা বিশ্ব এখন কঠিন ও জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। ব্যক্তিগত ভাবে মনে করি, এই সময় সবাইকে মাথা ঠান্ডা রেখে একই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এখন ঐক্যবদ্ধ থাকার সময়। বিচ্ছেদের নয়। ঐক্যবদ্ধ থাকলে টেনিসে এখনও অনেক বড় কাজ করা সম্ভব। খেলোয়াড়, আয়োজক, প্রশাসক, সবাই মিলে এগোতে হবে। এখন বিভেদ, বিচ্ছিন্নতাটা কোনও সমাধান নয়। কোর্টে প্রবল প্রতিদ্বন্দ্বী হয়েও ফেডেরার টুইটারে নাদালকে সমর্থন করে লিখেছেন, আমি নাদালের সঙ্গে একমত। শুধু নাদাল-রজার নন। বিশ্বের এক নম্বর টেনিস তারকার প্রস্তাবের বিরোধিতা করেছে এটিপি ও ডব্লুটিএ, গ্র্যান্ডস্ল্যাম আয়োজকরাও। নতুন সংস্থা নিয়ে আপত্তি না থাকলেও অ্যান্ডি মারে প্রস্তাব দিয়েছেন, শুধু পুরুষদের জন্য এই উদ্যোগ কেন? মহিলাদেরও সঙ্গে রাখা দরকার। তা হলেই একমাত্র শক্তিশালী বার্তা দেওয়া যাবে। পাল্টা উত্তরে জোকোভিচ বলেছেন, এটা অবশ্যই একটা অনিশ্চিত এবং চ্যালেঞ্জিং সময়। কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে খেলোয়াড়দের ঐক্যবদ্ধ থাকাটা খুবই কঠিন বলে আমার মনে হয়। সব প্রশ্নের উত্তর এখনও আমাদের কাছে নেই। আমরা শুধু বোঝার চেষ্টা করছি মোট কত জন খেলোয়াড় এই উদ্যোগে যুক্ত হতে পারেন। সেটা বুঝেই কাজ শুরু করতে হবে। অবশ্যই রজার ও রাফাকে বোর্ডে পেলে খুশি হব। সবাইকেই আমরা চাই। নতুন এই সংগঠনে সর্বনিম্ন বা সর্বাধিক সদস্য পদের কোনও নির্দিষ্ট মাপকাঠি নেই। তবে কমপক্ষে ৫০০ সিঙ্গেলস এবং ২০০ ডবলস খেলোয়াড়কে নতুন সংগঠনের সদস্য করাই এখন তাদের টার্গেট বলে জানিয়েছেন জোকোভিচ। ১৯৮৮ সালে ঠিক এক ইউএস ওপেনের আগেই গঠিত হয়েছিল টেনিস খেলোয়াড়দের প্রথম সংগঠন মেন্স ইন্টারন্যাশনাল প্রফেশনাল টেনিস প্লেয়ার কাউন্সিল (এমআইপিটিসি)। ৩২ বছর পর আবারও এক ইউএস ওপেনের আগে পথ চলা শুরু করলো জকোভিচের নতুন সংগঠন।