Last Updated on September 5, 2020 4:27 PM by Khabar365Din
৩৬৫দিন। সব জল্পনার অবসান। বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি।২০২০-২১ মরশুমে বার্সার জার্সি পড়েই মাঠে নামবেন এল এম টেন। শুক্রবার গভীর রাত্রে স্পানিশ পত্রিকা লা ফুটবলে কে মেসি জানান, ‘অগণিত বার্সিলোনার ভক্ত এবং ক্যাটালানদের কথা মাথায় রেখেই এবছর বার্সিলোনাতেই থাকব। বার্সেলোনা অনেক কিছু দিয়েছে যা কখনোই ভোলা যাবে না। এই সিদ্ধান্ত বদল হবে না যা-ই হয়ে যাক না কেন। আমি এক সময় ক্লাব ছেড়ে যেতে চেয়েছিলাম কিন্তু এখন আমি ক্লাবকে সব উজার করে দেব।’বুধবারই নানা টালবাহানার পর বৈঠকে বসেছিলেন মেসির বাবা তথা মেসির এজেন্ট জর্জ , সঙ্গে ছিলেন বার্সেলোনা ক্লাবের প্রেসিডেন্ট বার্তামেউ।বৈঠক ফলপ্রসূ হয়। এরপরই মেসি বার্সায় থাকার কথা জানিয়ে দেন সংবাদমাধ্যমকে। যদিও মেসি ক্লাব ছাড়ার কথা ঘোষণা করতেই তাকে দলে টানতে ঝাঁপিয়ে পড়েছিল পিএসজি, ম্যানচেস্টার সিটির মতো। ভারতীয় মুদ্রায় মেসির উঠেছিল সাড়ে 7 হাজার কোটি টাকা। কিন্তু মেসি ক্লাব ছাড়তে চাইলেও তাকে ক্লাব ছেড়ে দিতে রাজি হয়নি। এক সময়ে কোর্টে যাওয়ারও ইঙ্গিত মিলেছিল। যদিও শেষ পর্যন্ত আদালত পর্যন্ত জল গড়ায়নি। 2021 সালের জুন মাস পর্যন্ত মেসির সঙ্গে বার্সেলোনা ক্লাবের চুক্তি রয়েছে। যদিও চুক্তি থাকাকালীন মেসি ক্লাব ট্রানস্ফার নিতে পারত। সে ক্ষেত্রে আইনি কোনো বাধ্যবাধকতা ও ছিল না।শুধুমাত্র ক্লাব এবং তার ভক্তদের কথা মাথায় রেখেই ফের একবার বার্সেলোনার জার্সি পড়েই মাঠে নামছেন লিওনেল মেসি।