Last Updated on September 2, 2020 11:31 PM by Khabar365Din
৩৬৫ দিন। গত সপ্তাহে আচমকাই আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়ে দুবাই থেকে দেশে ফিরে এসেছিলেন সুরেশ রায়না। তার দিন কয়েকের মধ্যেই অন্য সুর রায়নার গলায়। সিদ্ধান্ত বদলে দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার জল্পনা নিজেই উস্কে দিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। হঠাৎ করেই চেন্নাই সুপার কিংসের এই তারকা ক্রিকেটার তথা সহ-অধিনায়কের আইপিএল থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে উঠে এসেছে অনেক কথা। অনেকে বলেছেন পিসেমশাই হঠাৎ খুন হওয়ায় পরিবারের পাশে থাকতেই তিনি না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। আবার একাংশের মত, দলের দুই ক্রিকেটার সহ ১২ সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় আতঙ্কিত হয়েই তিনি দেশে ফিরে এসেছেন। আবার এও শোনা যাচ্ছে, দুবাইয়ে হোটেলের ঘর পছন্দ না হওয়াতেই ম্যানেজমেন্টের উপর ক্ষুব্ধ হয়েছিলেন। তবে সঠিক কারণ কী, তা আজও অজানা। রায়না নিজেও জানাননি। কিন্তু বুধবার মুখ খুলে তাঁর আবার আইপিএলে খেলতে দুবাই ফেরার জল্পনা নিজেই উস্কে দিলেন রায়না। বলেছেন, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। পরিবারের কাছে ফিরে আসতেই হতো। সিএসকে আমার পরিবার এবং মাহি ভাই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই সিদ্ধান্তটা কঠিন ছিল। আমার সঙ্গে সিএসকে এর কোনও বিবাদ নেই। কেউ উপযুক্ত কারণ ছাড়া সাড়ে ১২ কোটি টাকা ছেড়ে দিয়ে আসবে না। আমি আরো ৪-৫ বছর আইপিএল খেলব। এখানেও ফিরে কোয়ারেন্টিনে থাকার সময় অনুশীলন করেছি। তাই আমাকে দুবাইয়ে আবারও দলের ক্যাম্পে দেখা যেতেই পারে। রায়নার এই সিদ্ধান্তে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিলেন দলের অন্যতম কর্ণধার এন শ্রীনিবাসন। এখন আর কোনও সমস্যা নেই বলে জানিয়ে দিয়েছেন রায়না।