Last Updated on February 18, 2023 9:34 PM by Khabar365Din
৩৬৫ দিন। সৌদি লিগে আবার জাদু দেখলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তার ডিফেন্স চেরা এ্যাসিস্ট-এ লিগ টেবিলের শীর্ষে আল নাসের। সৌদি প্রো লিগে রোনাল্ডোর পারফরম্যান্স দেখার অপেক্ষা শেষ, দুর্দান্ত ফর্মে থাকা পর্তুগিজ স্ট্রাইকার পর পর ম্যাচে তার প্রভাব দেখাচ্ছেন। তার আগের দুই ম্যাচ মিলিয়ে পাঁচ গোল দেওয়ার পর দুটি এ্যাসিস্ট করেছেন শেষ ম্যাচে। শুক্রবার আল তায়ুনের বিরুদ্ধে স্ট্রাইকার রোনাল্ডোকে দেখা গেলো না, বরং দেখা গেলো তাকে প্লে মেকারের ভূমিকায়। তার পা থেকে গোল না এলেও, তার বাড়ানো বলই দুবার জালে জড়ালেন সতীর্থরা। তার প্রথম এ্যাসিস্ট দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেছেন ঘরের মাঠের দর্শকরা। প্রথম অর্ধে রোনাল্ডোর দুর্দান্ত কার্ভ হওয়া পাস এসে পৌঁছায় আব্দুলরহমান ঘরিবের পায়ে, যিনি সেটা ফিনিশ করতে একটুও ভুল করলেন না। আবদুল্লাহ মাদুর পা থেকে আসা দ্বিতীয় গোলটিও রোনাল্ডোর পাস থেকেই।
খেলার ১৭তম মিনিটে মাঝমাঠে বল দখলে নেন রোনাল্ডো। আল তায়ুনের ব্যাকলাইনে একটি বিশাল ব্যবধান লক্ষ্য করার পরে, তিনি তার সতীর্থ,যিনি বাম উইং দিয়ে দৌড়াচ্ছিলেন, তার দিকে একটি কার্ভ হওয়া থ্রুবল দিয়েছিলেন। পাসটি প্রতিপক্ষের রক্ষণভাগকে ছিঁড়ে ফেলে এবং অবশেষে পেনাল্টি বক্সের ঠিক বাইরে ঘরিবকে খুঁজে পায়। এই সৌদি ফরোয়ার্ড ভালো মানসিকতা প্রদর্শন করেছেন, ব্যতিক্রমী ডেলিভারিতে একটি ফিনিশিং টাচ প্রদান করেছে।
দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র দুই মিনিট পরই লিড হারায় আল নাসের। ৪৭ তম মিনিটে, আল তায়ুন ফরোয়ার্ড মোহাম্মদ আল-গামদি, যিনি পূর্বে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে থাকাকালীন রোনাল্ডোর সাথে ড্রেসিংরুম ভাগ করে নিয়েছিলেন, তিনি সমতাসূচক গোলটি করেন। ৬৭তম মিনিটে নাওয়াফ আল-আকিদিকে পরাস্ত করে লিয়ান্দ্রে কানা দুর্দান্ত গোল করে আমন্ত্রিতরা তাদের লিড প্রায় দ্বিগুণ করে। কিন্তু, ভিএআর পর্যালোচনায় কানা কিছুটা অফসাইড থাকার জন্য গোলটি বাতিল করা হয়।
৭৮তম মিনিটে আবদুল্লাহ মাদু আয়োজকদের ২-১ ব্যবধানে এগিয়ে দেওয়া পর্যন্ত এটি একটি সমানে সমানে টক্কর চলছিল। রোনাল্ডো আবার আক্রমণে নেতৃত্ব দেন এবং চূড়ান্ত পাস প্রদান করেন। যদিও, রেফারি ফয়সাল আলবলভিকে আল নাসরের পক্ষে তার সিদ্ধান্ত নিশ্চিত করার আগে ম্যাচে দ্বিতীয়বার ভিডিও সহকারীর সহায়তা নিতে হয়েছিল।