মুশকিল আসান মমতা, ইস্টবেঙ্গল আইএসএলে

0

Last Updated on August 26, 2021 12:04 AM by Khabar365Din

৩৬৫দিন। আবার ত্রাতার ভূমিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে জট কাটল ইস্টবেঙ্গলে। এতদিনের টানাপোড়েন শেষ। অবশেষে মাঠে ফিরতে চলেছে ইস্টবেঙ্গল। বুধবার নবান্নে শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের জানান,” আমি ব্যক্তিগতভাবে চাইছিলাম ইস্টবেঙ্গল আইএসএল খেলুক। শ্রী সিমেন্ট রাজি হয়ে গিয়েছে। এবারও ইস্টবেঙ্গল আইএসএল খেলবে। মোহনবাগান খেলছে, ইস্টবেঙ্গল খেলবে, খুব আনন্দের খবর। যেটুকু সমস্যা ছিল কথা বলে মিটে গিয়েছে। শ্রী সিমেন্ট বাংলায় অনেক লগ্নি করছে। ফুটবলের উন্নতি স্বার্থে ওরা কাজ করতে চায়। কিন্তু সময় কম। সবকিছু তাড়াতাড়ি প্রস্তুতি নিতে হবে। আজ বাংলার ফুটবলের জয় হল”। লাল হলুদ শীর্ষ কর্মকর্তা দেবব্রত সরকার জানান,” দিদিকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।

সব সময় পাশে থাকেন। শুধু ইস্টবেঙ্গল বলে নয়, ময়দানের সবরকম সমস্যায় পাশে পাওয়া যায়। গতবার দিদির বদান্যতায় আমরা খেলেছিলাম। এবারও খেলব আমরা। শ্রী সিমেন্ট কর্তারা রয়েছেন। ক্লাবের কর্ম সমিতির তরফ থেকে সবাইকে ধন্যবাদ। দিদির খেলা হবে স্লোগান এখানে সাফল্য পেল”। এরপর দুই পক্ষ হাত মিলিয়ে নেন। তবে ট্রান্সফার উইনডো বন্ধ হয়ে যাচ্ছে এই মাসের শেষ তারিখে। তাই স্বদেশী এবং বিদেশি ফুটবলার নির্বাচনের কাজ তাড়াতাড়ি করতে হবে লাল হলুদকে। শোনা যাচ্ছে ভেতর ভেতর কয়েকজন বিদেশি ফুটবলার ঠিক করে রাখা হয়েছে। কিন্তু মুশকিল হতে পারে ভারতীয় ফুটবলার বাছার ক্ষেত্রে। ভাল মানের ভারতীয় ফুটবলার বিভিন্ন ক্লাবে সই করে দিয়েছে। তবুও যতটা সম্ভব ভাল দল গড়ার কাজ করবে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। অসংখ্য লাল-হলুদ সমর্থক দেশে-বিদেশে ছড়িয়ে আছেন। তাঁদের সকলের কাছে এই খবর অনেকটা স্বস্তির। ইস্টবেঙ্গল দেশের সেরা টুর্নামেন্টে খেলবে শুনে খুব খুশি প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, মানস ভট্টাচার্যের মত প্রাক্তন ফুটবলাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here